কলকাতা, ২৪ আগস্ট- ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর টুইট, রাজ্যে পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দী। মুখ্যমন্ত্রী প্রশাসনকে মুক্ত করুন। রবিবার সকালে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই লেখেন, রাজ্যে পুলিশ-প্রশাসন রাজনীতির খাঁচায় বন্দী। মুখ্যমন্ত্রী প্রশাসনকে মুক্ত করুন। দুর্ভাগ্যজনক যে, পুলিশ এবং প্রশাসন সবসময় শাসকপক্ষের দরজায়। আর একটি টুইটে তিনি লিখেছেন, কখনও ভাবিনি আইএএস, আইপিএস-রা এভাবে ক্ষমতার কাছে আত্মসমর্পণ করবেন এবং আইন রক্ষায় নিজেদের ভূমিকা সম্পর্কে উদাসীন থাকবেন। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। সম্প্রতি বিশ্বভারতী ইস্যুতেও আইন ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে শুধু বিশ্বভারতী নয়, এই টুইটে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকেও রাজ্যপাল নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভুল হলে রাগ নয়, মমতাকে মনে করে ভোট দিন: অনুব্রত মণ্ডল প্রসঙ্গত, কদিন আগে করোনা চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কেনাতেও দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিঁধেছিলেন রাজ্যপাল। টুইটে তিনি লিখেছিলেন, কেনাকাটার কাটমানি কোথায় গেল? কে বা কারা লাভবান হলেন? সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা চিকিৎসার সরঞ্জাম ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতির জন্ম। সূত্র : কলকাতা ২৪x৭ এম এন / ২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YulCcX
August 24, 2020 at 10:20AM
24 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top