মুম্বাই, ০৩ আগস্ট - আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে বর্তমানে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে জেসন হোল্ডারকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন বিশ্বকাপজয়ী এ অলরাউন্ডার। স্টোকসের এই অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। তার মতে, ভারতেও যদি স্টোকসের মতো একজন অলরাউন্ডার থাকত, তাহলে তাদের দলটি অজেয় হয়ে উঠতো। কিন্তু ভারতে তো হার্দিক পান্ডিয়া আছেন, তাহলে? ইরফানের মতে, স্টোকসের ধারেকাছেও নেই পান্ডিয়া। ক্রিকেট ডট কমকে দেয়া সাক্ষাৎকারে ইরফান বলেছেন, ইংল্যান্ডের হয়ে একের পর এক ম্যাচ জেতার মাধ্যমে এক নম্বর অলরাউন্ডার হয়েছে বেন স্টোকস। আমি আশা করি ভারতেও এমন একজন অলরাউন্ডার আসবে, যে কি না ম্যাচ জেতাবে। যুবরাজ সিং ছিল এমন একজন অলরাউন্ডার। দলে ম্যাচ জেতানো অলরাউন্ডার থাকা বাড়তি সুবিধা। আমি টেস্ট ক্রিকেটের কথা বলছি। আরও পড়ুন: পুরো পাকিস্তান দলের সমান অর্থ শুধু আইপিএল খেলেই পান জাদেজা! এসময় পান্ডিয়া ভারতেরই সেরা দশে নেই উল্লেখ্য করে ইরফান আরও বলেন, দুর্ভাগ্যবশত ভারতের হয়ে কোনো ফরম্যাটেই সেরা দশেও নেই হার্দিক পান্ডিয়া। তার প্রতিভা আছে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। পান্ডিয়ার মতো অলরাউন্ডারের যদি ভারতকে ম্যাচ জেতানোর তো সামর্থ্য দেখাতে পারে, তাহলে ভারতীয় দল অজেয় হয়ে যাবে। ইরফান মনে করেন, ভারতীয় দলে বর্তমানে ব্যাটিং ও বোলিংয়ে প্রায় সব অস্ত্রই আছে, কিন্তু নেই একজন সত্যিকারের অলরাউন্ডার। এটি পেলেই ভারতের পক্ষে যেকোনো ম্যাচ জেতা আরও সহজ হয়ে যাবে বলে মনে করেন বারোডার এ ক্রিকেটার। তার ভাষ্য, আমাদের দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মাদের মতো দুর্দান্ত ক্রিকেটাররা আছে। আমাদের অশ্বিন আছে, দুজন রিস্ট স্পিনার আছে, রবীন্দ্র জাদেজাও অসাধারণ। সবাইকে এক করার জন্য একজন অলরাউন্ডার দরকার। আমরা বিজয় শংকর এবং আরও কয়েকজনকে দিয়ে চেষ্টা করেছি। আমার কথা হলো, ভারতে এখন শুধু একজন ম্যাচ জেতানো অলরাউন্ডার দরকার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3i3LK5A
August 03, 2020 at 04:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top