বয়স ৩৫ বছর পেরিয়েছে, কিন্তু তাতে বোলিংয়ে ধার এতটুকু কমেনি আফগান স্পিনার মোহম্মদ নবির। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন নবি। সিপিএলে সেন্ট লুসিয়া জুকসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ৪ ওভারে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন নবি। পাঁচটি ভিন্ন ফ্র্য়াঞ্চাইজি লিগে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন নবি। আরও পড়ুন:আইপিএলেকরোনার থাবা, চেন্নাইর ১৩ জন আক্রান্ত ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ আর বিগ ব্যাশ লিগ এবং ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন কীর্তি গড়লেন তিনি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন এমএ/ ২৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34IW5kg
August 29, 2020 at 06:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top