কলকাতা, ০৭ আগস্ট - আবারও বিজেপির উইকেট ফেলল তৃণমূল। বিপ্লব মিত্রর পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ঘর ওয়াপসি হল হুমায়ুন কবীর। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন হুমায়ূন । ২০১৮ সালে দিল্লিতে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবীর। কিন্তু দুবছরের মধ্যেই মোহভঙ্গ হল তাঁর। বহরমপুরের টেক্সটাইল মোড়ে এক জনসভার মধ্যে দিয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের চেয়ারম্যান সুব্রত সাহা। দল ছেড়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ূন। নেতৃত্বের উপর যে ক্ষুব্ধ তিনি, তাঁর কথায় স্পষ্ট। প্রসঙ্গত, তৃণমূলে ফেরার ব্যাপারে হুমায়ুন আগেই বলেছেন, তৃণমূল ছেড়ে ভুল করেছিলাম। পুরনো দলেই ফিরছি। যত দিন রাজনীতি করব, দিদিই আমার নেত্রী। তাঁর কথা মতোই কাজ করব। এদিন হুমায়ূনের সঙ্গেই দল ছেড়েছেন তাঁর বহু অনুগামী। মুর্শিদাবাদে হুমায়ূন কবীরের দলত্যাগ বিজেপির কাছে বড়সড় ধাক্কা হিসাবেই মনে করছে রাজনৈতিকমহল। অন্যদিকে, আবার হুমায়ূনকে সামনে রেখেই নতুন করে অধীর গড়ে নিজেদের শক্তি আরও একবার দেখাতে চলেছে তৃণমূল। [আরও পড়ুন : যতটা পিঠে সহ্য হয় পেটান, সব ফিরিয়ে দেব, নাম না করে পুলিশকে হুঁশিয়ারি দিলীপের ] স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, হুমায়ূন দীর্ঘদিন দলের সঙ্গে যোগাযোগ রাখেনি। সাধারন মানুষের পাশে থাকেনি। ফলে তাঁর দলবদল বিজেপির উপর তেমন কোনও প্রভাব পড়বে না বলেই মত বিজেপির। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপিতে যারা গিয়েছেন তাঁর তাঁদের ভুল বুঝতে পেরেছেন। আর সেই ভুল বুঝতে পেরে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে আসছেন। আগামিদিনে সবাই তৃণমূলে ফিরে আসবে বলে দাবি স্থানীয় তৃণমূলের। তবে দলবদল হুমায়ুনের কাছে একেবারেই নতুন নয়। এক সময় বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর ডান হাত ছিলেন তিনি। কংগ্রেসের টিকিটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। ২০১১ সালে রেজিননগর বিধানসভা কেন্দ্র থেকেও কংগ্রেসের টিকিটেই জিতেছিলেন। ২০১২ সালে তৃণমূলে যোগ দেন তিনি। মন্ত্রিত্বের পুরস্কারও মিলেছিল। তবে ঠোঁটকাটা হুমায়ুন দলের তদানীন্তন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সম্পর্কে বিরূপ মন্তব্য করায় দল তাঁকে ছেঁটে ফেলেছিল। ২০১৬র বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়ে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থীর কাছে।পরের বছরে পুরনো দল কংগ্রেসে ফিরলেও ২০১৮ সালে ফের দল বদলে পা বাড়িয়েছিলেন বিজেপিতে। গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। কিন্তু এনআরসি নিয়ে দলের সঙ্গে তাঁর গোল বেঁধেছিল। গত বছরই ডিসেম্বর মাসে হুমায়ুন বলেছিলেন, যে দলেই থেকেছি মুর্শিদাবাদের মানুষ আমায় ভালবেসে পাশে থেকেছেন। কিন্তু নাগরিকত্ব বিল সেই সব মানুষের স্বার্থে খাঁড়ার মতো নেমে আসছে। তাই বিজেপি-তে আর থাকব না। সেই মতো আজ বৃহস্পতিবার সরকারিভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন। দলে যোগ দিয়েই হুমায়ুন কবীর বলেন, আমি তৃণমূল দলটাই এবার করতে চাই। যতদিন বাঁচবো ততদিন তৃণমূল দলে থাকব। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ০৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30xz29o
August 07, 2020 at 07:42AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.