কলকাতা, ২৬ আগস্ট - আমফান দুর্নীতিতে দলের ৮৭ জনকে শো-কজ করা হয়েছে। সরানো হয়েছে এক পুর প্রশাসককে। উত্তর ২৪ পরগনার বারাসতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন খাদ্যমন্ত্রী তথা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, জেলায় ৮৭ জনকে শো-কজ করা হয়েছে। তবে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।তিনি জানান, ৯৮ শতাংশ আবেদনকারীকে আমফানের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্তরাও পাঁচ হাজার টাকা করে ক্ষতিপুরণ পেয়ে গিয়েছেন। আমফানের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে শুরু থেকেই সরব হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধীরা। প্রথমে অভিযোগে কর্ণপাত করেনি সরকার। এর পর আমফান বিধ্বস্ত এলাকায় প্রায় সর্বত্র বিক্ষোভ বাড়তে থাকে। লাগাতার বিক্ষোভে পরিস্থিতি প্রতিকূলে দেখে অবশেষে নিজেকে তৎপর দেখানোর ঘোষণা করে সরকার। ত্রাণ দুর্নীতির অভিযোগে বহিষ্কার করা হয় বেশ কয়েকজনকে। শেষ পর্যন্ত ত্রাণপ্রাপকদের তালিকা সংশোধনে পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের নির্দেশ দেয় নবান্ন। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত ২৯৬৪, সুস্থ ৩২০০ মন্ত্রী জানান, ঘূর্ণিঝড় আমফানের ত্রাণের টাকা স্বজনপোষণ করে যাদের পাইয়ে দেওয়া হয়েছে সেই টাকা ফেরত নেবে সরকার। সঙ্গে তৃণমূলের কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কড়া পদক্ষেপ করবে দল। মন্ত্রীমশাই জানান, তার জন্য নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে। সেই ফর্ম বিডিওদের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, তাঁর জেলায় আমফানের ক্ষতিপূরণের কয়েক কোটি টাকা ফেরত এসেছে। অন্যদিকে আমফান নিয়ে আরও কড়া রাজ্য প্রশাসন। আগামী তিন দিনের মধ্যে আমফানের ক্ষতিপূরণ প্রদান যেখানে যা বাকি আছে, সবটা দিয়ে দিতে হবে। খুব বেশি হলে এর জন্য ৭ দিন সময় দেওয়া হল। এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমফানের ক্ষতিপূরণ দেওয়ার কাজ ৩, ৪ দিনের মধ্যে শেষ করে ফেলুন। আর ফেলে রাখবেন না। তাঁকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, ক্ষতিপূরণের তালিকা তৈরির কাজ কোনও কোনও জেলায় ১ থেকে ২ শতাংশ বাকি আছে। এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশের সুরে বলেন, যেটুকু কাজ বাকি, তা দ্রুত শেষ করতে হবে, ৭ দিনের মধ্যেই যেন তা সমাপ্ত হয়। সূত্র : কলকাতা২৪ এন এইচ, ২৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qn3UUe
August 26, 2020 at 02:09PM
26 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top