বার্সেলোনায় সুখে নেই লিওনেল মেসি-বিভিন্ন সময়ে ওঠা এই গুঞ্জন এখন আরও জোরালো হয়েছে। তার পরবর্তী ঠিকানা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। গণমাধ্যমের খবর, ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকাকে। শেষ পর্যন্ত তেমন কিছু সত্যি হলে, নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় দেখা যাবে সময়ের অন্যতম সেরা ফুটবলারকে। তবে, প্রিমিয়ার লিগে ফরোয়ার্ডদের জন্য জীবনটা বেশ কঠিন বলে সতর্ক করলেন গনসালো হিগুয়াইন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বার্সেলোনা বিদায় নেওয়ার পর মেসির বার্সেলোনার ছাড়ার গুঞ্জন ডালপালা মেলেছে। শোনা যাচ্ছে, কাতালান ক্লাবটির একসময়ের কোচ পেপ গুয়ার্দিওলার বর্তমান ঠিকানা ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন তারকা। আবার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া নিয়েও খবর এসেছে কোনো কোনো গণমাধ্যমে। আরও পড়ুন: প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি এসব উড়ো খবরের প্রেক্ষাপটেই জাতীয় দলের একসময়ের সতীর্থ মেসিকে সতর্ক করে দিলেন ইউভেন্তুস ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন। ২০১৮-১৯ মৌসুমের জানুয়ারিতে ইউভেন্তুস থেকে ধারে গিয়েছিলেন চেলসিতে। ওই মৌসুমের বাকি সময় খেলেছিলেন সেখানে। ফক্স স্পোর্টসে সোমবার এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা বলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার। প্রিমিয়ার লিগে আমি প্রচুর ভুগেছিলাম এবং ওই ছয় মাসে আমি মানিয়ে নিতে পারিনি। এটা লা লিগার মতো না। সেখানে ডিফেন্ডাররা কড়া ট্যাকল করবে এবং এর জন্য ফাউল ধরা হবে না, স্পেনে যেমনটি হয়। সূত্র : বিডিনিউজ এন এইচ, ১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/316X4IC
August 19, 2020 at 06:08AM
19 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top