কলকাতা, ১৭ আগস্ট - ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছে। আজ সোমবার তিনি নিজেই টুইট করে এই খবর জানান। রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রীসহ রিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। শুভশ্রী এখন ৮ মাসের গর্ভবতী। রাজের বাবাও ভর্তি আছেন হাসপাতালে। সব মিলিয়ে খুব জটিল পরিস্থিতি রাজ চক্রবর্তীর পরিবারে। আরও পড়ুন: তোমার স্পর্শেই আমি পরিণীতা : শুভশ্রী গাঙ্গুলী টুইটারে রাজ লিখেছেন, বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তার দুই বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দুই বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজেটিভ এসেছে। আমি এখন হোম কোয়ারেন্টিনে আছি। আমার পরিবারের সদস্যদের দ্রুত করোনা টেস্ট করানো হবে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর ঘরে আসবে নতুন অতিথি। এই অবস্থায় তাদের বাড়িতে করোনা হানার খবরে চিন্তিত হওয়ার বিষয় বটে। সবার এখন একটাই প্রার্থনা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক রাজ। এবং অবশ্যই শুভশ্রীর শরীরে যেন এই ভাইরাস বাসা বাঁধতে না পারে। করোনাকালে বেশির ভাগ সময়টাবাড়িতেই ছিলেন রাজ। স্ত্রী এবং বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা করছিলেন। তারপরেও করোনা তাকে ছাড়ল না। I have been tested COVID-19 positive.My father has been hospitalized recently, but he has been tested negative both the time. In home quarantine right now. Rest of my family members will be testing for COVID-19 too. These are the trying times. Raj chakraborty (@iamrajchoco) August 17, 2020 এন এইচ, ১৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3135T6j
August 17, 2020 at 01:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন