বার্সেলোনার বিপক্ষে ৮-২ গোলের বিশাল জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে দুই অর্ধ মিলিয়ে গুনে গুনে চারটি করে গোল দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। করোনার দাপটের পর দুই লেগ নয়, এক লেগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলানোর সিদ্ধান্ত আসে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পর্তুগালের লিসবনে শুরু হয়। স্তাডিও দা লুজে কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন-বার্সা। লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটিকে বিধ্বস্ত করে শেষ চার নিশ্চিত করে ফেলে মিউনিখের ক্লাবটি। বায়ার্নের হয়ে দুটি করে গোল করেছেন থমাস মুলার ও ফিলিপে কুতিনহো। একটি করে গোল আদায় করেছেন ইভান পেরিসিক, সার্জে জিনাব্রি, জসুয়া কিমিচ ও রবার্ট লেওয়ানডোস্কি। অন্যদিকে বার্সার প্রথম গোলটি আসে বায়ার্ন ডিফেন্ডার ডেভিড আলাবার আত্মঘাতী গোলে। এছাড়া একটি গোল করেন লুইস সুয়ারেজ। বার্সার বিদায়ে ১৫ বছর পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে দেখা যাচ্ছে না লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আরও পড়ুনঃ আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু কোপা আমেরিকা দুই মহাতারকার দীর্ঘ সাম্রাজ্যের পতন হিসেবে দেখছে অনেকেই। ২০০৪/০৫ মৌসুমের পর ইউরোপ সেরা টুর্নামেন্টের প্রতিটা সেমিফাইনালেই মেসি অথবা রোনালদোকে দেখা গেছে। দীর্ঘদিন পর এবারই বিশ্ব ফুটবলের দুই শাসন কর্তাকে ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমি মাঠে গড়াবে। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারে পাঁচবার ইউরোপ সেরার ট্রফি তুলেছেন রোনালদো। অন্যদিকে বার্সার জার্সিতে চারবার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন মেসি। এআর/১৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/342dQKQ
August 15, 2020 at 05:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top