ঢাকা, ০৫ আগস্ট - ব্রাজিলের রবসন আজেভেদো দা সিলভা রবিনহোকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। এক বছরের জন্য ধারে বাংলাদেশের ক্লাবটিতে খেলবেন ২৫ বছর বয়সী উইঙ্গার। কোস্টারিকান তারকা দানিয়েল কলিন্দ্রেস চলে যাওয়ার পর থেকেই তার বিকল্প খুঁজছিল বসুন্ধরা কিংস। রবিনহোকে দলে ভেড়ানোর গুঞ্জন অবশ্য আগে থেকেই ছিল। কিন্তু ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছিল না, দুই পক্ষের মধ্যে কিছু বিষয় চূড়ান্ত না হওয়ায়। এমনকি সপ্তাহখানেক আগে ব্রাজিলের সংবাদমাধ্যমেও আসে রবিনহোর বাংলাদেশের ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারটা। অবশেষে বুধবার বসুন্ধরা কিংসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ব্রাজিলিয়ানকে দলে নেওয়ার বিষয়টি। আরও পড়ুন: রোনালদোকে টপকে সেরার মুকুট দিবালার বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, হ্যাঁ, আমরা রবিনহোকে দলে নিয়েছি। আগামী জুলাই পর্যন্ত সে কিংসের হয়ে খেলবে। এই রোবিনহো ব্রাজিলের বিখ্যাত ফ্লুমিনেন্স এফসিতে খেলেন। অবশ্য ফ্লুমিনেন্স এফসির খেলোয়াড় হলেও তিনি ধারে খেলছেন সাও পাওলো শীর্ষ লিগের ক্লাব আগুয়া সান্তার হয়ে। ফ্লুমিনেন্সের সঙ্গে তার চুক্তি আগামী বছর পর্যন্ত। মূলত এএফসি কাপের জন্য এই উইঙ্গারকে ধারে দলে নিয়েছে বসুন্ধরা। করোনার কারণে স্থগিত থাকা এএফসি কাপের খেলা ফের শুরু হবে অক্টোবরে। দক্ষিণ এশিয়ান অঞ্চলের ই গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে আছে মালদ্বীপের টিসি স্পোর্টস, মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং ভারতের চেন্নাই সিটি। করোনা বিরতির আগে একটি মাত্র ম্যাচ খেলেছিল বসুন্ধরা। ম্যাচটিতে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল দলটি। সূত্র : ইত্তেফাক এন এইচ, ০৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kgjdf6
August 05, 2020 at 03:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top