যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের সাময়িকী ফোর্বসের করা গত বছর সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকার প্রথম ৯ জনই টেনিস খেলোয়াড়। তিন কোটি ৭৪ লাখ ডলার আয় নিয়ে তালিকার শীর্ষে জাপানের নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস তিন কোটি ৬০ লাখ ডলার নিয়ে আছেন দুইয়ে। তাদের চেয়ে বেশ পিছিয়ে তিনে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টি। গত বছর এই অস্ট্রেলিয়ানের আয় এক কোটি ৩১ লাখ ডলার। টেনিসের বাইরে শীর্ষ দশে আছেন কেবল যুক্তরাষ্ট্রের ফুটবলার অ্যালেক্স মরগ্যান। তার আয় ৪৬ লাখ ডলার। আরও পড়ুন: বার্সার নতুন কোচ কোম্যান! বার্ষিক আয়ে ওসাকা ও সেরেনা দুজনেই ভেঙেছেন আগের রেকর্ড; ২০১৫ সালে আগের রেকর্ড দুই কোটি ৯৭ লাখ ডলার আয় করেছিলেন রাশিয়ার মারিয়া শারাপোভা। গত মে মাসে ফোর্বস প্রকাশিত সর্বোচ্চ আয় করা একশ ক্রীড়াবিদদের তালিকায় ছিলেন কেবল ওসাকা (২৯তম) ও সেরেনা (৩৩তম)। সূত্র : বিডিনিউজ এন এইচ, ১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/327wJJW
August 19, 2020 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top