সাংবাদিক সুইটের প্রথম মৃত্যুবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় সাংবাদিক সুইটের জীবনের বিভিন্নদিক তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি জাফরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে নির্বাহী সদস্য ও সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য রবিউল হাসান ডলার, সহ-সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইমন, সহ-সম্পাদক মেহেদি হাসান, সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইটের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাব এর আয়োজন করে।
বিকেল সাড়ে ৪টায় নাচোল উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন, সমাজসেবা কর্মকর্তা আল গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান, উপজেলা সাব-রেজিস্ট্রার মোরশেদ আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, দৈনিক সানশাইন পত্রিকার বাণিজ্যিক প্রধান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক সুইটের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, উপজেলা প্রেস ক্লাবের সদস্যসচিব নূরুল ইসলাম বাবু, একেএম জিলানী, মতিউর রহমান, সহিদুল ইসলাম, হাসানুজ্জামান ডালিম, ইব্রাহীম বাবুসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে মোনাজাত পরিচালনা করেন নাচোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও. আলহাজ এনামুল হক।
উলেখ্য, গতবছর ১৫ আগস্ট সকাল পৌনে ৭টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক ইমতিয়ার ফেরদৌস সুইট ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন জেলখানা মোড় দাউদপুর রোড নিবাসী মরহুম বদর উদ্দিনের বড় ছেলে সুইট মৃত্যুকালে মা, স্ত্রী, এক শিশুসন্তান, ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মৃত্যুর আগে সাংবাদিক সুইট কর্মরত ছিলেন দৈনিক কালের কণ্ঠ ও গাজী টেলিভিশনের (জিটিভি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ইমতিয়ার ফেরদৌস সুইট বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমে।
সাংবাদিকতা শুরু জেলার দৈনিক নবাব পত্রিকা দিয়ে। এর আগে কিছুদিন সাপ্তাহিক গৌড় সংবাদে (বর্তমানে বন্ধ) কাজ করেন তিনি। এরপর যুক্ত হন দৈনিক করতোয়া পত্রিকার সাথে। পরে দৈনিক যুগান্তরে জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন ইমতিয়ার ফেরদৌস সুইট। জড়িত ছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক চাঁপাই চিত্রের সাথেও।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৮-২০
from Chapainawabganjnews https://ift.tt/3iJV0fQ
August 15, 2020 at 05:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন