শেষ মুহূর্তের গোলে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে লাইপজিগ। পর্তুগালের লিসবনে বৃহস্পতিবার রাতে এক লেগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল। আক্রমণ আর পাল্টা-আক্রমণে শুরু থেকে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে লাইপজিগকে এগিয়ে নেন দানি ওলমো। ডান দিক থেকে সতীর্থের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত এই স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচের ৭১তম মিনিটে জোয়াও ফেলিক্সের সফল স্পট-কিকে সমতায় ফেরে আতলেতিকো। ডি-বক্সে পর্তুগিজ এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল স্প্যানিশ দলটি। আরও পড়ুন:বাফুফের সহ-সভাপতি বাদল রায় করোনায় আক্রান্ত নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে কপাল পোড়ে আতলেতিকোর। লাইপজিগের জয়সূচক গোলটি করেন টেইলর অ্যাডামস। ডি-বক্সের সামনে থেকে তার নিচু শট আতলেতিকোর এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। বাকি সময়ে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে আতলেতিকো; কিন্তু আর গোলের দেখা পায়নি তিনবারের রানার্সআপরা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথমবারের মতো কোনো জার্মান দলের বিপক্ষে হেরে বিদায় নিল মাদ্রিদের দলটি। সূত্র: ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/ ১৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XTUXWL
August 14, 2020 at 04:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top