নাচোলে সাড়ে সাত শ’ পিস ইয়াবাসহ দু’জন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭৫০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে, নাচোল উপজেলার টাকাহারা গ্রামের আয়েস উদ্দীনের ছেলে শাহজাহান আলী (২৮) ও উত্তর চরমির্জাপুর গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩৮)। সোমবার রাতে রাতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশের একটি টহল দল এসআই শিশিরের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাচোলের ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামে নাচোল-মল্লিকপুর সড়কে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ শাহজাহান ও নাঈমুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ১০০ সিসি হিরো হোন্ডা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-২০


from Chapainawabganjnews https://ift.tt/3kassNZ

August 04, 2020 at 09:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top