মুম্বাই, ১৯ আগস্ট- যে তদন্ত সংস্থাই তদন্তের দায়িত্বে থাক, তাতে সত্যিটা বদলানোর নয়। সুপ্রিম কোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পর এমনই প্রতিক্রিয়া সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর। তাঁর আইনজীবী সতীশ মানেশিন্ডে বলেন, মুম্বই পুলিশের রিপোর্ট ও এই মামলার সমস্ত দিক খুঁটিয়ে দেখে সুপ্রিম কোর্ট বুঝেছে যে এই মামলার ন্যায়বিচার প্রয়োজন, কারণ রিয়া নিজে এই মামলার সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এটাও উঠে এসেছে দুই রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে একে-অপরের বিরুদ্ধে যে দোষারোপ-পালটা দোষারোপ করে চলেছে, তাতে বিচারের স্বার্থে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়াই প্রয়োজন। সুপ্রিম কোর্ট যেহেতু এই মামলা সিবিআইয়ের হাতে তুলেছে, তাই রিয়াও সেই তদন্তের মুখোমুখি হবেন। এর আগে মুম্বই পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের মামলাতেও তিনি তাই করেছেন। আরও পড়ুনঃ সালমানকে খুনের পরিকল্পনা, গ্রেপ্তার মাস্টারমাইন্ড সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করবে সিবিআই। বুধবার চূড়ান্ত রায়ে এ কথা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্ব মুম্বই এবং বিহার পুলিশের থেকে নিয়ে নিজের মতো করে কাজ শুরু করতে পারে সিবিআই। প্রয়োজনে নতুন করে এফআইআরও দায়ের করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একই সঙ্গে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই মৃত্যু তদন্তে সিবিআই-কে সবরকম সাহায্য করে। শুধু সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়াই নয়। এদিন রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানিও ছিল শীর্ষ আদালতে। রিয়ার আবেদনে সাড়া দিয়ে এদিন সুপ্রিম কোর্ট জানায় পাটনায় তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর মুম্বইয়ে ট্রান্সফার করা হোক। বিহার সরকারের সুপারিশ মেনে কেন্দ্র সিবিআই তদন্তে সম্মতি দিলেও তার বিরোধিতা করে শীর্ষ বিচারালয়ের দ্বারস্থ হয়েছিলেন রিয়া। তাঁর যুক্তি ছিল, এই মামলার তদন্ত বিহার পুলিশের এক্তিয়ার বহির্ভূত। তাই সেখানে রুজু হওয়া এফআইআর ও সেখানকার প্রশাসনের সিবিআই তদন্তের সুপারিশ, কোনওটিই গ্রাহ্য হতে পারে না। এফআইআরটি মুম্বইয়ে সরানোর আর্জিও জানান তিনি। এআর/১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aHTasT
August 19, 2020 at 12:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top