আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসির হল অব ফেমে ঠাঁই পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা অলরাউন্ডার জ্যাকস ক্যালিস। তাদের সঙ্গে এই সম্মানে ভূষিত করা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার লিসা স্টাললেকারকেও। রোববার আইসিসির ডিজিটাল চ্যানেরে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স, ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার, অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার মেলানিয়ে জোনস এবং শন পোলক। অতিথি হিসেবে যুক্ত ছিলেন ওয়াসিম আকরাম, গ্রায়েম স্মিথ ও অ্যালিসা হেলি। গত শতকের ৭০ ও ৮০ এর দশকের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন জহির আব্বাস। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি ব্যাটসম্যান হলেন পাকিস্তানের এই তারকা। পরিচিতি পান এশিয়ার ব্র্যাডম্যান হিসেবে। আরও পড়ুন: ধোনি-রোহিত ভক্তদের মারামারি; ঝগড়া থামাতে মাঠে শেবাগ ষোলো বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি টেস্টে ১২ টি শতক ও ২০টি অর্ধশতকসহ আব্বাসের রান ৫ হাজারের বেশি। আর ৬২ টি ওয়ানডে খেলে সাতটি সেঞ্চুরি ও তেরোটি হাফ সেঞ্চুরিসহ করেন আড়াই হাজারের বেশি রান। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন ক্যালিস। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ১০ হাজারেরও বেশি রান ও ২০০টিরও বেশি উইকেটের মালিক তিনি। টেস্টে ২৩ বার ম্যাচসেরার খেতাব জুড়ে গড়েছেন রেকর্ড। এ ছাড়া টেস্ট ও ওয়ানডেতে প্রোটিয়াদের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এদিকে লিসা হলেন অস্ট্রেলিয়ার ২৭তম এবং নবম নারী ক্রিকেটার, যিনি আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন। কুড়ি বছরের ক্যারিয়ারে মাত্র আটটি টেস্ট খেললেও সীমিত ওভারের ম্যাচ খেলেছেন অনেক বেশি। এই ব্যাটিং অলরাউন্ডার ১২৫টি ওয়ানডে খেলে দুটি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৭র বেশি রান। ৫৪টি টি-টোয়েন্টিতে করেছেন ৭৬৯ রান। তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২২৯টি। আইসিসির হল অব ফেমকে খেলোয়াড়দের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি ও সম্মাননা হিসেবে ধরা হয়। আইসিসির শতবর্ষ উপলক্ষে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সহায়তায় হল অব ফেম খেতাবের প্রচলন হয়। গত বছর হল অব ফেমে থাকার সৌভাগ্য হয়েছিল তিন ক্রিকেটারের- ভারতের শচীন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ক্যাথরিন ফিজপ্যাট্রিক। সূত্র : দেশ রূপান্তর এন এইচ, ২৩ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3j7jek8
August 23, 2020 at 01:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top