ঢাকা, ২০ আগস্ট - করোনার ধাক্কা লেগেছে বাংলাদেশের ক্রিকেটেও। মাশরাফি বিন মর্তুজা, নাজমুল অপু, মোশাররফ হোসেন রুবেলদের পর এবার করোনায় আক্রান্তদের তালিকায় নাম লেখালেন জাতীয় দলের সাবেক বাঁহাতি মিডিয়াম পেসার মোর্শেদ আলী খান (ম্যাক) সুমন। সুমন একা নন। তার স্ত্রীও কোভিড-১৯ পজিটিভ। জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯৮ সালে ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজে তিনটি ম্যাচ খেলা মোর্শেদ আলী খান সুমন এখন দেশের প্রতিষ্ঠিত ও প্রথম শ্রেণির আম্পায়ার। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন নিয়মিতই। আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টেই মাঠে নামবে সাকিব: পাপন বুধবার রাতে মোর্শেদ আলী খান সুমন বলেন, এমনিতে তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর ছিল তিন দিন। মঙ্গলবার পর্যন্ত এ জ্বর ছিল। তবে বুধবার সেটাও সেরে গেছে। মোর্শেদ আলী খান সুমন জানান, গত ১৬ আগস্ট থেকেই আসলে করোনা আক্রান্ত হয়েছেন। শুরুতে জ্বরে ভুগেছেন। সঙ্গে হালকা শরীর ব্যথাও ছিল। এছাড়া আর কোনো লক্ষণীয় উপসর্গ ছিল না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31f6PEW
August 20, 2020 at 07:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন