চেলসিকে ২-১ গোলে হারিয়ে আবারও ট্রফি ঘরে তুলেছে আর্সেনাল। অবামেয়াং এর জোড়া গোলে রেকর্ড ১৪তম ট্রফি জিতলো গানাররা। প্রতিযোগিতার ১৪তম শিরোপা গানারদের এবং সর্বোচ্চের রেকর্ড। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ১২বার। আরও পড়ুন: দিবালা চোখে টানা ১০ম শিরোপা জয়ের স্বপ্ন শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। আধাঘণ্টা পেরোনোর আগেই সমতা ফেরায় আর্সেনাল। ২৮ মিনিটে স্পটকিকে স্বস্তি আনেন অবামেয়াং। তাকেই ফাউল করেছিলেন চেলসির অ্যাসপিলিকুয়েতা। ৬৭ মিনিটে আর্সেনালের জয়সূচক গোলটি করেন অবামেয়াং। ৭৩ মিনিটে মাতেও কোভাসিচ লাল কার্ডে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় ১০ জনের চেলসি। চাপ কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আর্সেনালও কোনো সুযোগ দেয়নি বাকি সময়ে। ২-১ গোলের জয়ে, আবার এফএ কাপের ট্রফি জিতে নেয় আর্সেনাল। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ০২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XAb4bZ
August 02, 2020 at 07:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন