ঢাকা, ০৭ আগস্ট - মহামারি করোনায় আক্রান্ত পৃথিবী। একের পর এক মৃত্যুর খবর, মন্দ খবরের বাহক হয়ে গেছে মরণঘাতী এ ভাইরাস। তার মধ্যেও যে ইতিবাচক কিছু ঘটতে পারে, তেমন ঘটনা নিয়েই তৈরি হয়েছে ঈদের নাটক বিপন্নবাস। গল্পটা এমন যেখানে ফিসবোলে আটকে পড়া দুই মাছের মতোই যেন এক দম্পতির জীবন। একই ঘেরাটোপে বন্দি। চার বছরের সংসার জীবনে এখন এতোই তিক্ততা যে, পরস্পরের মুখ দেখতেও আর প্রস্তুত নয় তারা। বিয়ের দায় অনেক মিটিয়েছে, এবার ওরা বিচ্ছেদের মাধ্যমে মুক্তি খুঁজে নিতে চায়। আরও পড়ুন: দাদা ভাই এ অর্ষার সঙ্গে জুটি বাঁধলেন আলীনূর জয় দুজনই ভাবতে থাকে বিচ্ছেদের কথা। কিন্তু করোনাকাল ওদের আবার একত্রে থাকতে বাধ্য করে। সেই বাধ্য সময়ে অবাধ্য দুই মানুষ পরস্পরকে চিনতে শেখে নতুন করে। বিচ্ছেদ থেকে সরে আসতে থাকে তারা। ভাঙনের হাত থেকে বেঁচে যায় সংসারটি। আহমেদ খান হীরক ও সাগর শরিফুজ্জামানের রচনায় এবং শুভ্র খানের পরিচালনায় বিপন্নবাস নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও তাসনুভা তিশা। এ নাটক প্রচার হবে ৬ আগস্ট রাত ১১টা ৫ মিনিটে, দীপ্ত টিভিতে। এন এইচ, ০৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PxkTmA
August 07, 2020 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top