চ্যাম্পিয়ন্স লিগে নক-আউট পর্বের ইতিহাসে এত বড় ব্যবধানে আগে কেউ কখনও হারেনি। ১৯৪৬ সালের পর এই প্রথম কোনো ম্যাচে আট গোল হজম করে দলটি। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে ক্লাবটির প্রেসিডেন্ট জানান, পরিবেশ কিছুটা শান্ত হলে পরিবর্তনের ঘোষণা আসবে। বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনকে নিয়ে বেশকিছু দিন ধরেই নানা ধরনের সমালোচনা হচ্ছিলো। গুঞ্জন উঠেছিল সেতিয়েনকে নিয়ে ড্রেসিংরুমের কোনো ফুটবলারই সন্তুষ্ট নন, এমনকি দলের নির্ভরযোগ্য ফুটবলার মেসিসহ অনেকেই চান তার বিদায়। মেসিদের পছন্দ-অপছন্দ নিয়ে কোনো ফলাফল না আসলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্মরণকালের সেরা লজ্জাজনক হারের পর বার্সেলোনায় সেতিয়েনের ভবিষ্যৎ মোটামুটি স্পষ্ট। তবে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, যদিও খেলা শেষে নিজের ব্যর্থতার জন্য বার্সা সমর্থকদের কাছে দুঃখও প্রকাশ করেছেন। এমন লজ্জা আর অপমান নিয়ে শেষ কবে মাঠ ছেড়েছিল লিওনেল মেসির বার্সেলোনা, তা অনেকেরই মনে পড়ছে না। এমন হারের পর বার্সা প্রেসিডেন্ট বলেন, এটা খুব, খুব কঠিন একটা রাত। বার্সা সমর্থক, সদস্য, খেলোয়াড়সকলের জন্য আমি দু:খিত। আজ যেটা হলো, আমরা এমন দল নই। আমি খুবই বেদনাহত। এসময় তিনি আরো বলেন, কিছু সিদ্ধান্ত আমরা ইতোমধ্যে নিয়ে রেখেছি, বাকিগুলো আগামী কয়েক দিনের মধ্যে নেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে ঘোষণা আসতে থাকবে। সবকিছু শান্ত হওয়ার পর আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আরও পড়ুন: বার্সা তারকা উমতিতি করোনায় আক্রান্ত তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনও দলই। বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা বিধ্বস্ত হওয়ার পরে ভেঙে পড়েছেন বার্সার সমর্থকরাও। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মেসিদের হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। ম্যাচ শেষের পরে সেতিয়েন নিজেও স্বীকার করে নিয়েছেন বার্সায় তার অধ্যায় শেষ হওয়া কেবল সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি। চলতি বছরের ১৪ জানুয়ারি আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয়েছিল বার্সার রিমোট কন্ট্রোল। ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে বসতে পারলেন তিনি। বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পরে সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা, এমন খবর স্প্যানিশ মিডিয়া জানালেও বার্সার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বার্সার কাছে হারের পরে সাংবাদিক বৈঠকে আসেননি অধিনায়ক লিওনেল মেসি। তার জায়গায় সাংবাদিক বৈঠকে আসেন জেরার্ড পিকে। বার্সার দীর্ঘদেহী ডিফেন্ডার বলেছেন, নতুনদের জন্য যদি জায়গা ছাড়তে হয়, তা হলে তিনি সবার আগে ক্লাব ছাড়বেন। সেতিয়েন বলেছেন, এটা অত্যন্ত যন্ত্রণার হার। তার ভবিষ্যৎ নিয়ে উড়ে আসে প্রশ্ন। সেতিয়েন জবাবে বলেছেন, আমার থাকা না থাকার কথা বলার সময় এটা নয়। এটা আমার ওপর নির্ভরও করছে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। সমর্থকদের কথা ভেবে আমার খারাপ লাগছে। সবার সামনে কিছু না বললেও সেতিয়েন নিজের ভবিষ্যত পড়ে ফেলেছেন ইতোমধ্যেই। তাকে সরতেই হবে। তার সময়ে বার্সা লা লিগা জিততে পারেনি। এ বার চ্যাম্পিয়ন্স লিগ থেকেও খালি হাতে ফিরতে হল। এ বছর ক্লাবের ক্যাবিনেটে ঢুকল না কোনও ট্রফি। সূত্র : ইত্তেফাক এন এইচ, ১৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iJRnpY
August 15, 2020 at 01:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top