ইসলামাবাদ, ২২ আগস্ট - ভারতের স্বাধীনতা দিবসে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। বেশ কিছুদিন কেটে গেলেও যার রেশ এখনও অব্যাহত। পুরো ক্রিকেট বিশ্বে ধোনিকে নিয়ে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে, পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল নিজ দেশের ক্রিকেটের উন্নতির জন্য ধোনির মতো একজন অধিনায়ক চাইছেন। কামরান আকমল মনে করছেন, পাকিস্তানে এখন যারা অধিনায়কত্ব করছে তারা কেবল নিজেদের জায়গা বাঁচানোর জন্য লড়ছে। ধোনি প্রসঙ্গে আকমল বলেন, এমএস ধোনি ছিলেন এমন একজন, যিনি দলকে এগিয়ে নিতেন। যদি কেউ নিজের জায়গা পাকা করার জন্য অধিনায়কত্ব করে, নেতৃত্ব তখন তার জন্য খুব সহজ। দলের জয়-হার নিয়ে তার ভাবনা থাকে না। কিন্তু ধোনি দল গড়ে তুলেছে, পাশাপাশি নিজের পারফরম্যান্সও ছিল বিশ্বমানের। যে ক্রিকেটারদের সে গড়ে তুলেছে, এখনও তারা এক নম্বর। সে কেবল দেশেরই ভালো চেয়েছে। আরও পড়ুন: জ্যাক ক্রলির প্রথম সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সেই সাক্ষাৎকারে আকমল নিজের দলের সাবেক দুই অধিনায়কের উদাহরণও টেনেছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, ইনজামাম এবং ইউনিস খান দলকে টানলেও এখন তেমন অধিনায়কের ঘাটতি দেখছেন তিনি। তার ভাষ্যে, পাকিস্তানে এরকম অধিনায়কই প্রয়োজন। আমরা ইনজি ভাই (ইনজামাম-উল-হক) ও ইউনিস (খান) ভাইকে দেখেছি, তারা দলকে বয়ে নিয়েছেন। এখনকার ওদের আমরা দেখি কেবল নিজের জায়গা ধরে রাখার জন্য খেলতে। দলের জয়-হার তাদের কাছে কোনো ব্যাপার নয়। যে কোনো দলের জন্য এসব ক্ষতিকর। সূত্র : বিডি প্রতিদিন এন এইচ, ২২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QgHrs0
August 22, 2020 at 07:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top