কলকাতা, ১০ আগস্ট - ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। পোদ্দার কোর্টের কাছে পোলক স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সোমবার সন্ধে ৬টা নাগাদ পোদ্দার কোর্টের কাছে পোলক স্ট্রিটের একটি বহুতল দাউদাউ করে জ্বলতে শুরু করে। আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। খবর দেওয়া হয় দমকলে। ওই বহুতলের কাছেই দমকলের হেড কোয়ার্টার। তাই মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই বহুতলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আরও পড়ুন: দুষ্কৃতী, তৃণমূল আর পুলিশ মিলে খুন করেছে দেবেনদাকে, বিজেপি বিধায়কের মৃত্যুতে বিস্ফোরক দিলীপ তাই সার্চ লাইটের মাধ্যমে বহুতলে অগ্নিকাণ্ডের উৎসস্থল খোঁজার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এখনও পর্যন্ত ওই বহুতলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। পোদ্দার কোর্ট সংলগ্ন এলাকায় বহু অফিস রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। সূত্র : সংবাদ প্রতিদিন এন এইচ, ১০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33LmL36
August 10, 2020 at 03:33PM
10 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top