ঢাকা, ০৮ আগস্ট - মুশফিকুর রহীম ও ইমরুল কায়েসদের ন্যায় অনুশীলন শুরু করেছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও। ঈদের আগে প্রথম ধাপে মুশফিকরা অনুশীলন করলেও মুমিনুল করেননি। ঈদের পর দ্বিতীয় ধাপে শুরু হওয়া অনুশীলনে যোগ দিয়ে মুমিমুল জানান, সবকিছুই তার কাছে নতুন নতুন লাগছে। আজ শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল এই কথা জানান। দীর্ঘদিন পরে অনুশীলনে নেমে কেমন অনুভব করছেন এমন প্রশ্নে টেস্ট অধিনায়ক বলেন, আমার কাছে মনে হচ্ছে সব নতুন নতুন লাগছে, প্রথম থেকে। মানিয়ে নিতে একটু সময় লাগবে, হয়তো দুই-তিন দিন বা চার-পাঁচ দিন। আশা করি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব। জিনিসটা অনেকদিন ধরে বাইরে ছিলাম মিস করতেছিলাম। মিরপুরে আজ মুমিনুল ছাড়াও অনুশীলন করেছেন ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মেহেদি হাসান রানা। ইনডোরে প্রায় ঘন্টাখানেক ব্যাটিং করেন মুমিনুল। আরও পড়ুন: মাশরাফীর বাবা-মাসহ পরিবারের চারজন করোনায় আক্রান্ত লকডাউনে ক্রিকেট ছাড়া কীভাবে থেকেছেন? এমন প্রশ্নে মুমিনুল বলেন, লকডাউনের সময়টায় ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা-ভাবনা করা গিয়েছে। যেহেতু কোনো কাজ ছিল না, কেউ ফিটনেস নিয়ে কাজ করছে। কেউ সাইকোলজিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে, কেউ কোচদের সাথে প্র্যাকটিক্যাল, টেকটিক্যাল জিনিস নিয়ে আলাপ আলোচনা করেছে। কীভাবে খেলাটা উন্নতি করা যায়, কীভাবে দলগত ও ব্যক্তিগত উন্নতি করা যায় এগুলো আলোচনা হয়েছে। আমি মনে করি এসব ইতিবাচক আলোচনা কাজে লাগাতে পারবো। যখন খেলার ভেতরে থাকি এসব নিয়ে আলাপ আলোচনা করা যায়না, কঠিন হয়ে যায়। সুতরাং সময়টা আমাদের কাজে লেগেছে ফিটনেস বলেন, মানসিক দিক বলেন স্কিল বা মাঠের বাইরে থেকে খেলা উন্নতি করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যোগ করেন মুমিনুল। ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আশা দেখছেন মুমিনুল। আস্তে আস্তে ক্রিকেটে ফেরার প্রস্তুতি করার কথা জানিয়ে তিনি বলেন, যেহেতু চার-পাঁচ মাস বাইরে ছিলাম অবশ্যই মিস করেছি ক্রিকেট। আপনারা দেখছেন বিশ্বের অন্যান্য দেশগুলো ক্রিকেটে ফিরছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। দেখে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। দেখি, সামনে হয়তো আমাদের টেস্ট ম্যাচ আছে। এ কারণে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। ভালো শুরু করতে পারব আশা করি। সূত্র : আমাদের সময় এন এইচ, ০৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XEuRXw
August 08, 2020 at 02:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top