বেশকিছুদিন ধরে গুজন ছিলো ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু না, রোনলাদোকে নেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে বার্সেলোনাসহ সবগুলো দলের সঙ্গে। এমন খবর বেরোনোর সঙ্গে সঙ্গেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগ জানিয়েছেন রোনালদোকে নিয়ে চমকপ্রদ এই সংবাদটি। ক্রিস্টিয়ানো রোনালদো: দ্য বায়োগ্রাফি লেখক বালাগ জানান, রোনালদোকে নেওয়ার জন্য সব দলের সঙ্গেই যোগোযোগ করা হচ্ছে। এই ক্রীড়া সাংবাদিক বলেন, গত ছয় মাসে ওর সঙ্গে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়েছিল। রিয়াল বলেছে, কোনো সুযোগ নেই, সে ফিরছে না। এর কারণ জুভেন্টাস তার বেতনের হাত থেকে মুক্তি চায়। অবস্থা এতটাই খারাপ হয়েছে। রোনালদোকে নেওয়ার জন্য সব ক্লাবের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে, বার্সেলোনার সঙ্গেও! আরও পড়ুন: ১৯ বছর ধরে নেইমার-এমবাপের দামে ক্লাব চালাচ্ছে আটালান্টা! পিইএসজিতে যাওয়া নিয়ে গুঞ্জন ওঠায় বালাগ বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পিএসজিকে মিলিয়ে গুঞ্জন সৃষ্টি হওয়ার কারণ কিন্তু এটা নয় যে পিএসজি তাকে পেতে চায়। বরং জর্জ মেন্ডেসকে (রোনালদোর এজেন্ট) বলা হয়েছে রোনালদোর জন্য একটা দল খুঁজে বের করার জন্য। তবে এটা এতটা সহজ নয় বলেও জানান এই ক্রীড়া সাংবাদিক। তার মতে, আমার মনে হয় না এত সহজে তাকে ছাড়তে পারবে ওরা (জুভেন্টাস)। যে পরিমাণ বেতন পান তিনি, রিয়ালে কর দেওয়ার পরই ২৩ মিলিয়ন পেতেন, জুভেন্টাসে অন্তত তার সমান পান। কোন দল এত বেতন দেবে? কিছুদিন আগে লিওনের সঙ্গে জয়ের পরও অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ে জুভেন্টাস। তবে ম্যাচে দুটো গোলই এসেছে তার পা থেকে। এ ছাড়া লিগেও দুর্দান্ত ছিলেন রোনালদো। এই মৌসুমে তার পা থেকেই আসে ৩৫ গোল। সূত্র : আমাদের সময় এন এইচ, ১৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iBFUJ5
August 13, 2020 at 03:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন