দিসপুর, ০১ সেপ্টেম্বর- আসাম রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে কোন প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়া হবে না বলে ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিল বিজেপি শাসিত আসাম রাজ্য সরকার। তেমনই কোন অবৈধ নাগরিকদেরও এই তালিকায় জায়গা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের শুরুর দিকে রাজ্যটিতে বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে একটা বড় ইস্যু হতে চলেছে এনআরসি। তার আগে সোমবার আসাম বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনের শুরুর প্রথম দিন এই মন্তব্য করেন রাজ্যটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি। বিরোধীদের করা এনআরসি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পূর্ণাঙ্গ এনআরসি প্রকাশের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেন আসামের এই মন্ত্রী। তিনি বলেন চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পর রাজ্য সরকারের তরফে থেকে দেশটির শীর্ষ আদালতে একটি হলফনামা দাখিল করা হয়েছিল। একটি শুদ্ধ এনআরসি প্রকাশের জন্য সুপ্রিম কোর্টে দাখিল করা ওই হলফনামায় রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তবর্তী আসামের জেলাগুলিতে ২০ শতাংশ এনআরসি পুন:যাচাই (রি-ভেরিফিকেশন) এবং রাজ্যের অন্য জেলাগুলিতে ১০ শতাংশ এনআরসি পুন:যাচাইয় প্রয়োজন। আরও পড়ুন: প্রণব মুখার্জির মৃত্যুতে যা বললেন মমতা আসাম চুক্তি (আসাম অ্যাকর্ড) প্রতিশ্রুতিপূরণের ব্যাপারে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান পাটোয়ারি। উল্লেখ্য, গত বছরের ৩১ আগস্ট অসমে এনআরসিএর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এনআরসিএর কাছে জমা পড়া ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে তালিকায় ঠাঁই পায় প্রায় ৩.১১ কোটি মানুষের নাম। আর তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখেরও বেশি নাগরিকের নাম। এরপরই প্রবল বিতর্ক শুরু হয়। এম এন / ০১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YTTBM1
September 01, 2020 at 08:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন