ঢাকা, ০৮ সেপ্টেম্বর- অধিনায়ক মুমিনুল হক, ওপেনার তামিম ইকবাল, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামসহ জন ১০-১২ জন ক্রিকেটার প্রায় অটোমেটিক চয়েজ। কিন্তু বহরটা হবে ২০ জনের। তার মানে তাদের বাইরে আরও ৭-৮ জন ক্রিকেটার শ্রীলঙ্কা যাবেন। তারা কারা? মোট ২০ জনের দলে আসলে কারা থাকবেন? দল নির্বাচন কি শেষ? শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা কবে? ভক্ত-সমর্থকদের মনে নানা কৌতূহলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে কৌতূহলি প্রশ্নের জবাব জানার সময় ঘনিয়ে এসেছে। আগামী ৪৮ ঘন্টার ভেতরে শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কেয়াড ঘোষণা হয়ে যেতে পারে। একইসঙ্গে ২৪-২৬ জনের হাই পারফরমেন্স দলও ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে আজই জাতীয় দল চূড়ান্ত হয়ে যেতে পারে। গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপে প্রধান নির্বাচকের কণ্ঠে তেমন ইঙ্গিত। নান্নুর কথা, আমরা মঙ্গলবার (আজ) শেরে বাংলায় নিজেরা বসব। সেখানে হেড কোচ রাসেল ডোমিঙ্গো থাকবেন? এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক সরাসরি হ্যাঁ বা না বলেননি। বলে রাখা ভাল, দক্ষিণ আফ্রিকা থেকে রোববার রাতে রাজধানীতে পা রেখেছেন টাইগার প্রধান প্রশিক্ষক। স্বদেশি রায়ান কুকের সঙ্গে তিনি এখন অবস্থান করছেন হোটেলে সোনারগাঁয়। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকাকালিন কোচ ডোমিঙ্গো সশরীরে নির্বাচকদের সঙ্গে দল নির্বাচনের বৈঠকে অংশ নিতে পারবেন কি না? মঙ্গলবার দল চূড়ান্ত করার সময় থাকবেন কি না- সরাসরি এর উত্তর না দিলেও নান্নু পরিষ্কার জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের টেস্ট দল আমরা হয়তো আজ-কালের মধ্যেই চূড়ান্ত করে ফেলব। প্রধান নির্বাচক আরও জানান, স্কোয়াড নিয়ে টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হকের সঙ্গে কথাবার্তা হয়েছে আগেই। এখন দল নিয়ে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মতামত নেয়া বাকি। আমরা কোচের সাথে কথা বলব। দল নিয়ে তার ভাবনা কী? তিনি কী চাচ্ছেন? তার লক্ষ্য-পরিকল্পনা কী? শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের সঙ্গে ডোমিঙ্গো কেমন দল চান? বিশেষ কোন পছন্দ আছে কি না? সেসব শুনে আমরা দল চূড়ান্ত করব। সেটা কোচের সঙ্গে বসে, নাকি ফোনে কথা বলে- তা জানাননি নান্নু। তবে জানা গেছে, হেড কোচ ডোমিঙ্গোর সশরীরেই বোর্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আজই দল নিয়ে সব কথাবার্তা শেষ হয়ে যাবে। এমনকি দলও চূড়ান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন-বাংলাদেশকে হারাতে নতুন অস্ত্রে শান দিচ্ছে শ্রীলঙ্কা তার পরিষ্কার আভাস প্রধান নির্বাচকের কণ্ঠে, আমরা আজ বসে ডোমিঙ্গোর সঙ্গে কথা বলে শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড সাজিয়ে ফেলব। সেটা আজ না হয় কাল বোর্ডেও জমা দিয়ে দেব। বোর্ড সভাপতির অনুমোদনের পর তা ঘোষণা হবে। সেটা বোর্ডের এখতিয়ার। তারা কবে কিভাবে দল ঘোষণা করবে?- সেটা ক্রিকেট অপারেশন্স আর বোর্ডের কাজ। আমরা খেলোয়াড় তালিকা বোর্ডে জমা দিয়ে দেব। একইসঙ্গে এইচপি দলও বোর্ডে জমা পড়বে। সেটা অবশ্য আগে থেকেই করা আছে। শুধু আনুষ্ঠানিকভাবে বোর্ডে জমা পড়বে এবং ঘোষণাও হবে একসঙ্গে। আর জাতীয় দলের পাশাপাশি এইচপি দলও একসঙ্গেই শ্রীলঙ্কা যাবে। সেটা ২৭ না হয় ২৮ সেপ্টেম্বর। সূত্র: জাগো নিউজ এমএ/ ০৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZhBEan
September 08, 2020 at 06:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top