চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২ শ চাষী পাচ্ছেন বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার


চলতি খরিপ-২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৫ হাজার ২ শ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম।
কৃষি কর্মকর্তা সালেহ আকরামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা।
অনুষ্ঠানে ৪০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
মাটি ও আবহাওয়াগত কারণে মাসকালাই চাষের জন্য উর্বর এবং উপযোগী চাঁপাইনবাবগঞ্জে মাসকালাইয়ের আবাদ বৃদ্ধির লক্ষে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৯-২০



from Chapainawabganjnews https://ift.tt/2Z3y9nS

September 03, 2020 at 09:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top