ইসলামাবাদ, ২৯ সেপ্টেম্বর- করোনা লকডাউনের পর প্রথম সিরিজ খেলেছে পাকিস্তান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। এবার দ্বিতীয় সফরও নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে পাকিস্তান ক্রিকেট দল। ১৮ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সফরের মাঠের খেলা। যা শেষ হবে ৭ জানুয়ারি দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) মোতাবেকই মাঠে গড়াবে পুরো সফরটি। আরও পড়ুন: ভাবনায় অবসর নেই মাশরাফির এই সফরে একটি বিশেষ বিষয় হলো, করোনাকালীন ক্রিকেটে ইংল্যান্ড যেখানে মাত্র দুটি ভেন্যুতে নিজেদের সকল ক্রিকেটীয় কার্যক্রম আবদ্ধ রেখেছে, নিউজিল্যান্ড তা করছে না। বরং পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ম্যাচের ভেন্যু হিসেবে পাঁচটি ভিন্ন স্টেডিয়ামের নামই ঘোষণা দেওয়া হয়েছে। তবে সফরে গিয়ে আগে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন ঠিকই মানতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের সূচি প্রথম টি-টোয়েন্টি : ১৮ ডিসেম্বর, ইডেন পার্ক দ্বিতীয় টি-টোয়েন্টি : ২০ ডিসেম্বর, সেডন পার্ক তৃতীয় টি-টোয়েন্টি : ম্যাকলিন পার্ক প্রথম টেস্ট : ২৬ ডিসেম্বর, বে ওভাল দ্বিতীয় টেস্ট : ৩ জানুয়ারি, হাগলি ওভাল সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ২৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34aFYtA
September 29, 2020 at 06:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top