কলকাতা, ২৫ সেপ্টেম্বর- অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে গিয়ে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি একে একে বেরিয়ে আসছে। তবে এক্ষেত্রে তুলনামূলক নায়িকাদের নামই বেশি উঠে আসছে দেশটির গোয়েন্দা সংস্থার তদন্তে। মাদকের সংশ্লিষ্টতায় ডাকা হয়েছে দীপিকা পাডুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরের মতো খ্যাতিমান অভিনেত্রীদের। এতেই খেপেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত! পুরুষেরা কী করেন? ঘর পরিষ্কার করেন, রান্না করেন আর জোড়হাতে তাদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবান ওদের রক্ষা কর? এক টুইট বার্তায় এভাবেই বলিউডের পিতৃতন্ত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন মিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বার্তা দিয়েই প্রথম বলিউডের সঙ্গে ড্রাগের নেশা নিয়ে এনসিবি তদন্তের প্রকাশ্য সমালোচনা করল টলিউড। স্থানীয় এক সংবাদমাধ্যমকে মিমি বলেন, কোনো মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী, সুন্দরী ও অভিনেত্রী হয় তাকে সবাই দেখতে চাইবে। এখন মাদকযোগে এনসিবি শুধু অভিনেত্রীদের ডেকে পাঠাল? ছেলেরা কি ধোয়া তুলসিপাতা? একজন সংসদ সদস্য হিসেবে মিমি বিষয়টা আরও পরিষ্কার করে দিয়ে বলেন, করোনা ভ্যাকসিন, কৃষক বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে আসতেই এই অভিনেত্রীদের মাদকযোগের প্রসঙ্গ এনে মিডিয়াকে, সাধারণ মানুষকে দূরে রাখতে চাইছে বর্তমান সরকার। নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখে তিনি বলেন, আমি বিশেষ কারও পক্ষ নিচ্ছি না! তবে আমি জানি একজন মেয়ে হিসেবে কেমন করে ধাপে ধাপে লড়াই করে দীপিকাকে উঠতে হয়েছে। ওর বক্তব্যও বলিষ্ঠ। সেই কারণেই ও পিতৃতন্ত্রের নজরে। ওর এত পরিশ্রম। ইমেজ সব নষ্ট হয়ে যাবে? আমার খুব খারাপ লাগছে! দীপিকার কথা বলতে গিয়ে মিমি জানান, মাদকযোগ নিয়ে তদন্ত যদি করতেই হয় তাহলে আইনত হোক। বেছে, বেছে অভিনেত্রীদের এই সারিতে দাঁড় করানো হচ্ছে কেন? তিনি বলেন, সুশান্তের মৃত্যুর পরেই সবাই জানল বলিউডে মাদক ব্যবসা চলে। এর আগে এই বিষয় নিয়ে কই কোনও কথা তো ওঠেনি কেন? এদিকে বলিউডে মাদককাণ্ডে দীপিকা পাডুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরসহ বেশ কয়েকজনকে ডেকেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রথম সারির এসব নায়িকাদের এনসিবির পক্ষ থেকে বিশেষ (সমন পাঠানো হয়েছে। এদিকে আজই দীপিকা পাড়ুকোন মুম্বাইয়ে পা রেখেছেন। এছাড়া এনসিবির নজরদারিতে রয়েছেন বলিউড পাড়ার আরও ৩৯ জন। আরও পড়ুন :মাদকসেবন চালু রাখতে সুশান্ত আমায় ব্যবহার করেছে: রিয়া এদিকে দীপিকার স্বামী রণবীর সিং আবেদন করেছেন, তার স্ত্রীকে (দীপিকা) এনবিসির পক্ষ থেকে জেরা করার সময় তাকে সেখানে থাকতে দিতে। কারণ, দীপিকা বারবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে তিনি জানান। সূত্র: জাগো নিউজ আডি/ ২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cuWM2o
September 25, 2020 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top