আবুধাবি, ২৩ সেপ্টেম্বর- আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ। সুতরাং, পরে ব্যাট করলেই জয়ের সম্ভাবনা বেশি। সে কারণে, প্রতিপক্ষ দুই দলের অধিনায়কই চান, টস জিতে ব্যাটিং করার পরিবর্তে ফিল্ডিং বেছে নেয়ার। কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের পঞ্চম দিনে এসে প্রথম মাঠে নামছে। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। দুই অধিনায়ক টস করতে নামার পর সেখানে জিতলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক এবং স্বাভাবিকভাবেই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। আরও পড়ুন- ধোনিকে ধুয়ে দিলেন গম্ভীর আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচেও টস হেরেছিলেন রোহিত শর্মা এবং টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পান। শেষ পর্যন্ত তাদেরকে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে। আজও একই অবস্থার পূনরাবৃত্তি এবং টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেলেন তারা। সূত্র: জাগো নিউজ আডি/ ২৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33PZFqJ
September 23, 2020 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top