ঢাকা, ২০ সেপ্টেম্বর- ওয়েব সিরিজ মানেই যেন রগরগা দৃশ্য। সম্প্রতি অনেকদিন ধরেই ওটিটি প্লাটফর্ম কিংবা ইউটিউবের জন্য সিরিজের দিকে ঝুঁকছেন। অনেকাংশে সেগুলো পরিবার নিয়ে দেখার অনুপযুক্ত। সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পেয়েছেন মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। কিন্তু এই ওয়েব সিরিজের স্ক্রিপ্ট নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই স্ক্রিপ্টটির দুটি অংশ পোস্ট করে এই অভিনেত্রী লিখেন, একটা ওয়েব সিরিজের অফার পেয়েছি। সকাল থেকে খুব মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়ছিলাম। মনে যদিও একটা নেগেটিভ চিন্তা ছিলো আগে থেকেই। ভাবছিলাম ওয়েব সিরিজের নামে এখন যা হচ্ছে অন্তত এটা যেন এমন না হয়। কিন্তু দেখলাম এটা আরও অনেক বেশি নোংরা। আরও পড়ুন-পোস্টারেই চমক দেখালেন চঞ্চল তিনি আরও লিখেন, স্ক্রিপ্ট এর ভাষা দেখে আমার মাথা ঘুরছে। এই অবস্থা কেন আমাদের দেশে? ওয়েব সিরিজ মানেই কি কাপড় খুলতে হবে? নষ্টামি-নোংরামি করতে হবে। এসব এলাউ কিভাবে করে! লিগ্যাল অ্যাকশন কেন নেয়না এদের বিরুদ্ধে? আমার আসলেই মাথা ঘুরছে। আইসব্যাগ দিতে হবে। হবে না, এসব আমাকে দিয়ে হবে না। ড্রাগ, প্রস্টিটিউশন, সেক্স এ ভরপুর চিত্রনাট্য!পুরো স্ক্রিপ্ট দেয়া সম্ভব না, শুধু দুইটা অংশই দিলাম। সূত্র: বাংলাদেশ জার্নাল এমএ/ ২০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hGPDNu
September 20, 2020 at 01:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন