দীর্ঘ নয় বছরের আইনি লড়াই শেষে নিজের নাম ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের অনুমতি পেয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত আপিলের শুনানি শেষে আগের রায় বহাল রাখার সিদ্ধান্ত জানান ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর শীর্ষ আদালত। এই রায়ের ফলে নিজের নাম ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিজের নামে খেলাধুলার সামগ্রী, পোশাক বিক্রির জন্য কিংবা অন্য ব্যবসায়িক উদ্দেশ্যে যেকোনো প্রতিষ্ঠান খুলতে আর কোনো বাধা রইলো না ছয়বারের ব্যালন ডিঅর জয়ী মেসির। ২০১১ সালে স্পোর্টসওয়ার ব্র্যান্ড হিসেবে নিজের ডাকনাম ব্যবহার করার আবেদন জানিয়েছিলেন মেসি। কিন্তু এখানে ঝামেলা বাঁধায় একটি স্প্যানিশ সাইক্লিং ব্র্যান্ড ম্যাসি (massi)। ইংরেজিতে নামের বানানে ভিন্নতা থাকলেও (মেসির নামের বানান messi ) উচ্চারণে মিল থাকায় বিভ্রান্তি তৈরি হতে পারে এমন যুক্তিতে মেসির আবেদন চ্যালেঞ্জ করেছিল ব্র্যান্ডটি। আরও পড়ুন-বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার মেসি প্রাথমিকভাবে ম্যাসি নামের ব্র্যান্ডটি এই চ্যালেঞ্জে সফলও হয়েছিল। কিন্তু পরে মেসি এই ব্যাপারটা ফৌজদারি আদালত পর্যন্ত নিয়ে যান। পরে দ্য ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস-এ আপিল করার পর এবারের রায়ও এলো বার্সা অধিনায়কের পক্ষেই। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আডি/ ১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZOpbeu
September 18, 2020 at 03:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন