মুম্বাই, ০৩ সেপ্টেম্বর- বয়স ৩৮ বছর। নিজের চেয়ে ১০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করে ব্যাপক সমালোচিত হয়েছেন। বলিউডের এই নায়িকা হলিউডেও কাজ করছেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে খোলামেলা ছবি পোস্ট করে হন আলোচিত। বলছি প্রিয়াঙ্কা চোপড়ার কথা। এই অভিনেত্রী করোনার শুরু হওয়ার আগেই লস অ্যাঞ্জেলেসে পাড়ি দেন। লকডাউনের সময়কালে আমেরিকাতেই কাটান তিনি। স্বামী নিক জোনাসের সঙ্গে আপাতত সেখানেই রয়েছেন। আমেরিকা থেকেই ভক্তদের জন্য একের পর এক ছবি শেয়ার করছেন প্রিয়াঙ্কা। এবার বিকিনি পরা ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করে তুমুল আলোচনায় প্রিয়াঙ্কা। তার এই উত্তাপ ছড়ানো ছবি দেখে বোঝার উপায় নেই ৩৮-এ রয়েছেন অভিনেত্রী। নিজের বয়সটা যেন বেঁধে ফেলেছেন প্রিয়াঙ্কা। আরও পড়ুন:সুশান্ত হত্যা: রিয়া-সৌভিকের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই বিয়ের পর পরিচালক সোনালি বোসের দ্য স্কাই ইস পিঙ্ক সিনেমায় দেখা যায় তাকে। পরিচালক এস রাজামৌলির চলচ্চিত্র আরআরআর-এ দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। শোনা যাচ্ছে, আলিয়া ভাটের পরিবর্তে নাকি রাজামৌলির ওই সিনেমায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। তবে পরিচালক বা অভিনেত্রীর পক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। এমএ/ ০৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3i8wGEB
September 03, 2020 at 12:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top