কলকাতা, ১৯ সেপ্টেম্বর- করোনা পরিস্থিতিতে এবছর শহরের ঠাকুর দেখুন হেঁটে নয় নেটে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী প্রতিমা ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, সঙ্ঘশ্রী, শোভাবাজার রাজবাড়ি, বাগবাজার কিংবা হাঙ্গেরির মতো বনেদি বাড়ির পুজো, সানফ্রান্সিসকো, নিউজিল্যান্ড-জাপান বা বাংলাদেশে দেবীর আরাধনা, এক ক্লিকেই সবকিছু ভেসে উঠবে চোখের সামনে। এখানেই শেষ নয়, ক্লাবের খুঁটিপুজো থেকে বনেদি বাড়ির সিঁদুর খেলা সবই দেখা যাবে । ঘরে বসে ভোটও দেওয়া যাবে পছন্দের প্রিয় পুজোগঙলোকে। করোনা পরিস্থিতিতে এভাবেই মণ্ডপে ভিড় না করে বাড়িতে বসে দুর্গাপুজোর ভার্চুয়াল সফরের সিদ্ধান্ত নিচ্ছে সার্বজনীন পুজো কমিটি। হিডকোর সহযোগিতায় এমনই অভিনব উদ্যোগ নিয়েছে আত্রেয়ী নির্মাণ, মিরাকি নামের দুটি সংস্থা। বিশ্বে প্রথমবার সব জায়গার দুর্গাপুজোর সংরক্ষণের জন্য এত বড়ো ডিজিটাল আর্কাইভ তৈরি হচ্ছে। এমনটাই দাবি ওদের। দুর্গা ফেস্ট ডট কম ওয়েবসাইটে গেলেই বাঙালির সেরা উৎসবের ভার্চুয়াল দুনিয়ায় ঢুকে পড়তে পারা যাবে। লাইভ আরতি, সন্ধিপুজা, অঞ্জলি- যা দেখতে চাইবেন, তাই দেখতে পাবেন। আরও পড়ুন :কেন্দ্রের নয়া কৃষক বিরোধী নীতির প্রতিবাদে মমতা বললেন, সিঙ্গুরে কৃষি-শিল্প দুইই হবে ইতিমধ্যেই উদ্বোধনও হয়ে গিয়েছে ওয়েবসাইটের। এখনই পা রাখতে পারেন দুর্গা পুজোর ভার্চুয়াল দুনিয়ায়। শোভা বাজার রাজবাড়ির পুজোর শুভারম্ভ থেকে কলকাতার বিভিন্ন ক্লাবের খুঁটিপুজো সব দেখে নিতে পারবেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া এমএ/ ১৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iLL4Ts
September 19, 2020 at 08:35AM
19 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top