মুম্বাই, ১০ সেপ্টেম্বর- মহারাষ্ট্রে ক্ষমতাসীন শিব সেনাকে একের পর এক বাক্যবাণে বিঁধছেন কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন। একের পর এক টুইট করে চলেছেন। এবার বালাসাহেব ঠাকরের নাম উল্লেখ করে শিব সেনাকে আক্রমণ করলেন বলিউডের ক্যুইন। বুধবার রাতে একটি খবর শেয়ার করেন কঙ্গনা। যাতে লেখা ছিল, বৃহন্মুম্বই পুরনিগমের আইনজীবী শুধুমাত্র হাই কোর্টে এই বলতে গিয়েছিলেন, যে তিনি এই মামলা সম্পর্কে এবং কঙ্গনাকে পাঠানো নোটিস সম্পর্কে কিছু জানেন না। এভাবেই নাকি বুধবার কঙ্গনার অফিস ভাঙার নোটিস সংক্রান্ত মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছে। আজ দুপুর তিনটে নাগাদ ফের শুনানি। এই প্রসঙ্গে কঙ্গনা টুইটে লেখেন, যে বিচারধারায় অনুপ্রাণিত হয়ে বালাসাহেব ঠাকরে শিব সেনা তৈরি করেছিলেন, আজ ক্ষমতার জন্য সেই আদর্শ বিক্রি করে শিব সেনা সোনিয়া সেনায় পরিণত হয়েছে। আমার অনুপস্থিতিতে যে গুন্ডারা আমার ঘর ভেঙেছে, তাদের দয়া করে সভ্য সমাজের অঙ্গ বলবেন না। সংবিধানের এত বড় অপমান করবেন না। আরও পড়ুন-সুশান্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তাপসী পান্নুর উল্লেখ্য, গতকালই কঙ্গনার অফিস ভাঙা নিয়ে শিব সেনা সরকারের বিরোধিতা করেছিলেন জোটসঙ্গী NCP নেতা শরদ পওয়ার। শোনা গিয়েছে, আজ বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলবেন পওয়ার । সূত্রের খবর, কঙ্গনার অফিসের পর তাঁর খার এলাকার ফ্ল্যাটের নিয়েও অবৈধ নির্মাণের অভিযোগ আনতে চলেছে বিএমসি। সূত্র: সংবাদ প্রতিদিন আডি/ ১০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mazAe4
September 10, 2020 at 10:41AM
10 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top