ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নরা সাদিও মানের জোড়া গোলে প্রথমার্ধেই ১০ জনের দল হয়ে পড়া চেলসিকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে ২-০ ব্যবধানে। স্টামফোর্ড ব্রিজে এক দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তবে ব্লুজরা শক্তি হারায় আন্দ্রেস ক্রিস্টেনসেন মাঠ ছাড়ার পর। জর্ডান হ্যান্ডারসনের দেওয়া পাস থেকে পাওয়া বল নিয়ে যাওয়ার সময় মানেকে ফাউল করেন তিনি। তার জন্য রেফারি পল টিয়ারনি শুরুতে ড্যানিশ ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান। কিন্তু পরে রিভিউ দেখে প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে লাল কার্ড দেখানো হয় ক্রিস্টেনসেনকে। এই ফাউলের শিকার হওয়ার শাস্তি মানে চেলসিকে দিয়েছেন জোড়া গোলে। ম্যাচের ৫০তম মিনিটে রবার্তো ফিরমিনোর ক্রস থেকে গোলরক্ষক কেপাকে বোকা বানান সেনেগালিজ ফরোয়ার্ড। এর চার মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করেন মানে। আরও পড়ুন-আবারও ৮ গোল দিলো বায়ার্ন এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে থিয়াগো আলকান্তারার। ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে অ্যানফিল্ডে এসেছেন স্প্যানিশ মিডফিল্ডার। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশে চেলসি। শীর্ষে লেস্টার সিটি। সূত্র: বাংলা নিউজ এমএ/ ২১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RQDrit
September 21, 2020 at 07:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন