মুম্বাই, ২১ সেপ্টেম্বর - বলিউডের অনেক নায়কের যৌন লালসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পায়েল ঘোষের যৌন হেনস্তার অভিযোগের অনুরাগ কাশ্যপের গ্রেফতারের দাবি তুলেছেন কঙ্গনা। আর তার পরেই তিনি এ দাবি করলেন। কঙ্গনা টুইটে লিখেছেন, পায়েল ঘোষ আজ যা বলছেন, বলিউডের বহু বড় বড় নায়ক আমার সঙ্গেও ঠিক একই কাজ করছেন। আচমকাই ভ্যান বা ঘরের দরজা লক করে অশ্লীল আচরণ করেছেন। কোনো পার্টির ড্যান্স ফ্লোরে বন্ধুত্বপূর্ণ নাচের সময় যৌন হেনস্তা করেছেন। এখানেই শেষ নয়, কঙ্গনার আরো অভিযোগ, গোটা বলিউড যৌন শিকারিতে পূর্ণ। তারা নামেই বিয়ে করেন। আর আশা করেন, রোজ নতুন, অল্প বয়সী মেয়েরা তাদের খুশি করবেন। অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমি আজ প্রতিষ্ঠিত, আমার হয়তো বলার দরকার নেই, তবে অনেক মেয়েরই পায়েল ঘোষের মতো পরিস্থিতি হয়। আরও পড়ুন : মালাইকার করোনা, জানালেন সুসংবাদও! কঙ্গনা আরও লেখেন, অনুরাগ এমনটা করে থাকতেই পারেন, যেটা পায়েল ঘোষ ওর সঙ্গে ঘটেছে বলে দাবি করেছেন। অনুরাগ তার প্রত্যেক পার্টনারকে প্রতারিত করেছেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্যান্থম (অনুরাগের সাবেক প্রযোজক সংস্থা) তো পুরো অসৎ চরিত্রের লোকজনে ভরপুর। আমি আগেও ওই সব নির্যাতিতাকে সমর্থন করেছি, আজও করব। স্বাধীনচেতা আমার বিরুদ্ধে প্রচার করতেই পারে। এদিকে তার পাশে দাঁড়ানোর জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানিয়েছেন পায়েল ঘোষ। যদিও পায়েলের আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ কাশ্যপ। এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হনসল মেহতাদের। এন এ/ ২১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kB6pzi
September 21, 2020 at 09:01AM
21 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top