মুম্বাই, ১৫ সেপ্টেম্বর - মুম্বই (Mumbai) ত্যাগ করেছেন। তবে লড়াই ছাড়ছেন না। তা সোশ্যাল মিডিয়াতেই বারবার বুঝিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার তাঁর নিশানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ছেলে আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। মুভি মাফিয়াদের ঘনিষ্ঠ আদিত্য। সেই কারণেই তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধব। এমনই অভিযোগ অভিনেত্রীর। সোমবার মহারাষ্ট্রের বিজেপি (BJP Maharashtra) নেতা চন্দ্রকান্ত পাতিল অভিযোগ করেন, সুশান্ত কাণ্ডে (Sushant Case) মুম্বই পুলিশ সঠিক তদন্ত করলে উদ্ধব ঠাকরেকে আর এমন দিন দেখতে হত না। সেই খবর শেয়ার করে টুইটারে কঙ্গনা লেখেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মূল সমস্যা হল আমি সেই মুভি মাফিয়া তথা সুশান্ত সিং রাজপুতের আসল খুনিদের চেহারা ফাঁস করে দিয়েছি যাদের সঙ্গে তাঁর প্রিয় পুত্র আদিত্য ঠাকরে সময় কাটায়। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। তাই ওরা আমায় উচিত শিক্ষা দিতে চাইছে। বেশ তাহলে দেখা যাক কে কাকে উচিত শিক্ষা দেয়! আরও পড়ুন : করোনার ভ্যাকসিন না এলে যৌবন মাটি হবে মালাইকার! এর পরের টুইটেই (Twitter) কঙ্গনা আরেকটি খবর শেয়ার করেন। যাতে লেখা ছিল, শিব সেনার (Shiv Sena) গুন্ডাদের হাত থেকে নিজেকে সুরক্ষিত বলে মার্ক করুন। এমন ফিচার শুরু করেছে ফেসবুক (Facebook)। এমন ভুয়ো খবর শেয়ার করার জন্য টুইটারে ট্রোলড হন অভিনেত্রী। পরে আবার ট্রোলের খবর শেয়ার করে অভিনেত্রী জানান, যে অ্যাকাউন্ট থেকে তিনি টুইটটি শেয়ার করেছিলেন তা কাল্পনিক খবরের। ব্যঙ্গ করার জন্যই তিনি টুইটটি শেয়ার করেছিলেন। সুত্র : সংবাদ প্রতিদিন এন এ/ ১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3c6WmiE
September 15, 2020 at 08:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top