ব্যাটম্যান হিসেবে বেন অ্যাফ্লেকের আশ্চর্যজনক প্রত্যাবর্তনের পর থেকেই গুজব শুরু হয় হেনরি কেভিল ফিরছেন সুপারম্যান হিসেবে। সম্প্রতি নেট দুনিয়ায় এই গুঞ্জনটি আরও কিছুটা বাড়িয়ে দিচ্ছে মুভি ওয়েব। এক প্রতিবেদনে তারা প্রকাশ করেছে ম্যান অফ স্টিল দিয়ে বড় পর্দায় সুপারম্যান হিসেবে প্রত্যাবর্তন করা ৩৭ বছর বয়সী অভিনেতা কেভিল ডিসির ৩টি মুভিসহ আরও একটি বড় প্রজেক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে এই সিনেমাগুলোর মাঝে সুপারম্যান হিসেবেও দেখা মিলতে পারে তার। যদিও এখনো সিনেমা তিনটির নাম অজানা রেখেছে ডিসি। কেভিল ২০১৩ সালে ম্যান অফ স্টিল ছবি দিয়ে সুপারম্যানের ভূমিকায় অভিনয় শুরু করেন। এরপর বেন এফ্লেক অভিনীত ব্যাটম্যান ভারসেস সুপারম্যান এবং জাস্টিস লিগেও দেখা মিলেছিলো তার। কেভিল নিজেও এর আগে চলমান এই গুজব নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি অনেক উচ্ছ্বসিত আমার প্রতি মানুষের এই ভালোবাসা নিয়ে। তবে আমি এখনো সবকিছুকেই ভক্তদের কল্পনা হিসেবেই ধরে নিচ্ছি। তবে সুপারম্যান নিয়ে মানুষের এই উচ্ছ্বাস সত্যিই দারুণ৷ আমি প্রেরণা পাচ্ছি। আরও পড়ুন-টিকটক গার্ল থেকে হলিউড অভিনেত্রী প্রসঙ্গত, হেনরি কেভিল একজন ব্রিটিশ অভিনেতা। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কেভিন রেনল্ডস পরিচালিত কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ছবি দিয়ে তার সিনেমার দুনিয়ায় পথচলা শুরু। ২০১১ সালে পরিচালক জ্যাক স্নাইডারের ম্যান অফ স্টিল চলচ্চিত্রে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী প্রসংসা পান তিনি। এমএ/ ২১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35OIKaC
September 21, 2020 at 07:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন