ইসলামাবাদ, ০৫ সেপ্টেম্বর- আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসির নতুন সভাপতি নির্বাচনে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটির গভর্নিং বডি। বিষয়টি নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি জানালেন, নতুন সভাপতি ক্রিকেটের তিন মোড়ল তথা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে হওয়া উচিত। শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়েছে অনেক দিন হয়ে গেলেও সভাপতি নির্বাচনে এখনো তার উত্তরসূরি খুঁজে নিতে পারেনি আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধানের চেয়ারে ঘুরে ফিরে আসছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা সৌরভ গাঙ্গুলির নাম। শোনা যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস, নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাবেক প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনের নামও। কিন্তু পিসিবি প্রধান এহসান মানির মতে, যেহেতু অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড বোর্ড মিলে ক্রিকেটে আগে রাজনীতি ঢুকিয়েছে তাই ক্রিকেটের ভালোর জন্য দেশ তিনটি থেকে নতুন সভাপতি নির্বাচন করা উচিত হবে না। ভারতের শশাঙ্ক মনোহরের বিদায়ের পর গত জুলাই থেকে আইসিসির সভাপতির পদটি পড়ে রয়েছে শূন্য। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান খাজা। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে না সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসির বোর্ড। সভাপতি নির্বাচনে এত সময় লাগার ব্যাপারটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন মানি- এত সময় নেওয়াটা দুর্ভাগ্যজনক। নিজেদের স্বার্থ রক্ষার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত ২০১৪ সালে রাজনীতি টেনে এনেছে। এখন তারা সেখান থেকে বের হওয়ার লড়াই করছে। কেননা এটা একটু তাদের স্বার্থ হাসিল করেনি। আরও পড়ুন-অনুশীলন শুরু করতে যাচ্ছেন সাকিব ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির সভাপতি হিসেবে দায়িত্বপালন করা মানি বলেন, এই তিন মোড়লের বাইরে কাউকে সভাপতি হিসেবে বেছে নেওয়াটা ক্রিকেটের জন্যই ভালো হবে। সূত্র: দেশ রূপান্তর এমএ/ ০৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GqhSD0
September 05, 2020 at 06:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top