কলকাতা, ১৭ সেপ্টেম্বর- এবার গোর্খাল্যান্ডের দাবি উঠল ভিনরাজ্য থেকে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কথা ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডেন্ট কনরাড সাংমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে গোর্খাদের নিজেস্ব বাসভূমি থাকার কথা উল্লেখ করেছেন। এনপিপি হল উত্তর পূর্বের প্রথম রাজনৈতিক দল, যারা নির্বাচন কমিশন থেকে জাতীয় দলের মর্যাদা পেয়েছে। ৪ সেপ্টেম্বর লেখা চিঠি প্রকাশ্যে চিঠিটি লেখা হয়েছে ৪ সেপ্টেম্বর। তবে তা সম্প্রতি প্রকাশ্যে এনেছে এনডিএ-এর সহযোগী এনপিপি। সূত্রের খবর অনুযায়ী, এনপিপি এমন সময় চিঠিটি প্রকাশ্যে এনেছে, যে সময় তাঁরা উত্তরবঙ্গে শাখা খুলে তাঁদের সমর্থনের ভিত্তি পরখ করছে। দীর্ঘদিনের সাংবিধানিক দাবি চিঠিতে বলা হয়েছে, গোর্খাদের জন্য গোর্খাল্যান্ডের দাবি দীর্ঘদিনের এবং তা সাংবিধানিকও বটে। স্বাধীনতার ইতিহাসে গোর্খাদের কথা স্মরণ চিঠিতে স্বাধীনতার ইতিহাসে গোর্খাদের কথা স্মরণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামী হিসেবে দুর্গা মাল্লার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দমবার সিং, অরিবাহাদুর গুরুং এবং ক্যাপ্টেন রাম সিংঠাকুরিয়ার নামও উল্লেখ করা হয়েছে। সিকিমের পর এবার সমর্থনে মেঘালয় প্রথমে গোর্খাল্যান্ডের সমর্থন করেছিল সিকিম। এবার তা সমর্থন করল মেঘালয়। সিকিমের তৎকালীন মুখ্যমন্ত্রী পবন চামলিং, ২০১১ সালের ২৯ মার্চ গোর্খাল্যান্ড নিয়ে প্রস্তাব পাশ করিয়েছিলেন। আরও পড়ুন :কেন্দ্রের নয়া কৃষক বিরোধী নীতির প্রতিবাদে মমতা বললেন, সিঙ্গুরে কৃষি-শিল্প দুইই হবে পলিটিক্যাল স্ট্যান্ট, বলছে বিনয় তামাং ক্যাম্প যদিও মেঘালয়ের মুখ্যমন্ত্রীর চিঠিকে পলিটিক্যাল স্ট্যান্ট বলে বর্ণনা করেছে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং ক্যাম্প। প্রসঙ্গত বিনয় তামাং তৃণমূলের কাছের বলেই পরিচিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া আডি/ ১৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RBu2vq
September 17, 2020 at 04:31PM
Home
»
ওপার বাংলা
» এবার গোর্খাল্যান্ডের দাবি উঠল দ্বিতীয় ভিনরাজ্য থেকে! পলিটিক্যাল স্ট্যান্ট, বলছেন বিনয় তামাং
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন