ঢাকা, ০৭ সেপ্টেম্বর- ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত সারেগামাপা রিয়েলিটি শো থেকে জনপ্রিয়তা পান কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল। তবে, তিনি প্রায়শই আলোচনায় থাকেন বিতর্কিত মন্তব্যের জন্যে। এবার নোবেল তার ভ্যারিফায়েড ফেসবুকে জানালেন, তার স্বপ্ন সত্য হয়েছে। যার সঙ্গে জুড়ে আছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। একটি ভিডিও শেয়ার করে নোবেল রোববার (৬ সেপ্টেম্বর) লেখেন, ড্রিম কামস ট্রু। সেখানে গিটার বাজিয়ে আসিফের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলালেন নোবেল। মূলত জনপ্রিয় গানের কাভার করে আলোচনায় আসেন এ গায়ক। জুটিয়েছেন বড় একটি ভক্ত শ্রেণি। ইউটিউবে তার গানগুলো শুনেছে লাখ লাখ শ্রোতা। এর মধ্যে অন্যতম আসিফের জনপ্রিয় গান কখনো মাঝে মাঝের কাভার। সেই গানটিই দুজনের কণ্ঠে শোনা গেল নোবেলের শেয়ার করা ভিডিওতে। আরও পড়ুন- মসজিদের পাশে অশ্লীল নাচ কিন্তু করিনি: মুনমুন সপ্তাহ তিনেক আগে প্রকাশ হয়েছে নোবেলের দ্বিতীয় মৌলিক গান। ও শ্রাবণ শিরোনামের সিঙ্গেলটি তিন লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে। অবশ্য এর আগের গান তামাশা দেখা হয়েছে ২৮ লাখবার, কিন্তু নেতিবাচক প্রচারণার জেরে ডিজলাইক পেয়েছে পাঁচ লাখের কাছাকাছি, আর লাইক ছিল ৪৭ হাজার। সূত্র: সময় নিউজ এমএ/ ০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F8FhbA
September 07, 2020 at 01:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top