ঢাকা, ১৯ সেপ্টেম্বর- জাতীয় দলের ক্যাম্পের জন্য ২৭ ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার থেকে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। এর আগে সকালে হোটেল সোনারগাঁওয়ে উঠবেন ক্রিকেটাররা। সেখানে সাতদিন পুরোপুরি আইসোলেশনে থাকবেন মুমিনুল, তামিমরা। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্প। বিসিবি জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের ট্রেনিং ও চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে। মূলত বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড এটি। শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হলে এ স্কোয়াড নিয়ে দ্বীপরাষ্ট্রে যাবে বাংলাদেশ। সেখানে দুই সপ্তাহের ট্রেনিং শেষে ঘোষণা করা হবে মূল স্কোয়াড। ২৭ ক্রিকেটারদের মধ্যে ১৮ ক্রিকেটারের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছেন। ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের আজ টেস্ট করানো হয়েছে। যারা নেগেটিভ আসবেন তাদেরকেই নেওয়া হবে ক্যাম্পে। সাতদিনের ক্যাম্পে ছয়দিন অনুশীলন হবে। প্রতিদিন দুপুরের পর অনুশীলন হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ক্যাম্প চলাকালীন ক্রিকেটার, কোচিং স্টাফদের আরো দুইবার করোনা টেস্ট করানো হবে। আরও পড়ুন- শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি স্কিল ক্যাম্পের স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদাত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফ উদ্দীন ও সাইফ হাসান। সূত্র: রাইজিংবিডি আডি/ ১৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iLeG3h
September 19, 2020 at 03:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন