ঢাকা, ১১ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা সিরিজে মোস্তাফিজুর রহমান থাকছেন, কথাটি নান্নুর কণ্ঠে যতটা উচ্চকিত শোনাল মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রে ততটাই ক্ষীণ ও অস্পষ্ট শোনাল। যেন তার নাম এড়িয়ে যেতে পারলেই টাইগার প্রধান নির্বাচক বেঁচে যান। আবার সফর সামনে রেখে জাতীয় দলের যে ২৭ সদস্যের জন্য ভিসা করতে হয়েছে সেখানে মাহমুদউল্লাহর পাসপোর্টটিও কিন্তু আছে! মাহমুদউল্লাহ রিয়াদকে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেটেই বেশি মনোযোগি হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সঙ্গত কারণেই ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজেও তাকে দেখা যায়নি। সেই ধারাবাহিকতায় আসন্ন শ্রীলঙ্কা সফরেও সফরকারী বাংলাদেশ দলে তিনি থাকছে না বলেই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে ধরে নিয়েছেন। সন্দেহের বাস্প ডানা মেলতে শুরু করেছিল সেদিন যখন টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীল একটি সুত্রও একই ইঙ্গিত দিয়েছিলেন। সিরিজে বাংলাদেশের হয়ে ছয় নাম্বারে কে ব্যাটিং করবেন? মোহাম্মদ মিঠুন নাকি মাহমুদউল্লাহ? এই প্রতিবেদকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বলা মুশকিল দেখি কি করা যায়? মানে পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের টেস্ট দলে আর অপরিহার্য কেউ নন। এর দুই সপ্তাহ অতিক্রম করার পর আজকের ঘটনায় বিষয়টি আরো স্পষ্ট হল। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড-বিসিবি ২৭ ক্রিকেটের ভিসা করতে দিয়েছে। এরমধ্যে তার নাম নামটিও আছে। তাহলে কি লঙ্কাভিযানে যাচ্ছেন মিস্টার কুল মাহমুদউল্লাহ? বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচক নান্নু যা বললেন তাতে জোর দিয়ে বলার কোন উপায় নেই যে তিনি থাকছেনই। আবার একথাও বলা যাচ্ছে না যে তিনি থাকছেন না। আমরা ২৭ জনের জন্য ভিসা করতে দিয়েছি। সেখানে ওর নামও আছে। প্রাথমিক স্কোয়াড হবে ২০ সদস্যের। নিশ্চিত করে বলা যাচ্ছে না যে সে থাকবেই। প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেই বোঝা যাবে সে আছে কিনা। আরও পড়ুন-অবসর ভেঙে মাঠে ফিরতে চান যুবরাজ সিং প্রতিবেদকের সঙ্গে আলাপকালে গত এক বছর লাল বলে অনিমিয়ত মোস্তাফিজুর রহমানের থাকার বিষয়টি জোর দিয়ে বললেও মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তির বিষয়টি এভাবে বলেননি নান্নু। মোস্তাফিজ তো থাকবেই। ভিসার জন্য আমাদের একটি নিয়ম আছে। যেখানে পুলের প্লেয়ারদের নাম দেওয়া হয়। ওর নাম দেওয়া হয়েছে ভিসা করে রাখার জন্য। আগে যেটা করতাম ৩৫-৩৮ জনের ভিসা করিয়ে রাখতাম। এবার ২৭ জনের ভিসা করাচ্ছি। তাহলে কী ৭ স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকায় এবার মাহমুদউল্লাহকে খুঁজতে হবে নাকি ২০ জনের তালিকায়? কে জানে! বিসিবির বিভিন্ন সুত্রে শোনা যাচ্ছে দুএক দিনের মধ্যেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষিত হবে। সে পর্যন্ত না হয় অপেক্ষা করা যাক। সূত্র: সারাবাংলা এমএ/ ১১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Rj3tdW
September 11, 2020 at 07:17AM
11 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top