মুম্বাই, ১৪ সেপ্টেম্বর- বলিউড, বিতর্ক, টুইটার বা রাজনীতিসব অঙ্গন মাতিয়ে রেখেছে একটাই নামকঙ্গনা, কঙ্গনা আর কঙ্গনা। এর মধ্যে কিছুদিন পরপর ভাইরাল হওয়া এক একটা পুরোনো ভিডিও কঙ্গনার পুরোনো আলাপকে সরিয়ে জায়গা করে নেয়। জন্ম দেয় নতুন নতুন বিতর্কের। এই যেমন কঙ্গনার পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কঙ্গনা নিজেই বলেছেন, তিনি মাদকাসক্ত ছিলেন। আর এখন কঙ্গনার দাবি, কেউ যদি প্রমাণ করতে পারে যে তিনি মাদকাসক্ত, তাহলে চিরতরে তিনি মুম্বাই ছেড়ে চলে যাবেন। এমন সময় এই সাক্ষাৎকার আগুনে ঘি ঢেলেছে। হুড়মুড় করে চারদিকে ছড়িয়ে পড়ছে এর উত্তাপ। কঙ্গনা ওই সাক্ষাৎকারে বলেছিলেন, আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম। পরের দুই বছরের ভেতর আমি বলিউডের হিরোইন হলাম। আর সেই সঙ্গে মাদকাসক্ত হয়ে পড়লাম। আমার জীবনে অনেক কিছু ঘটে গেল। অথচ তখন আমি কেবল কিশোরী। তাহলে বুঝুন, আমি কতটা ভয়ংকর। এদিকে ২০১৬ সালে কঙ্গনার সাবেক প্রেমিক অধ্যয়ন সুমনের দাবি, কোকেনে আসক্ত ছিলেন কঙ্গনা। ২০০৮ সারে কঙ্গনার জন্মদিনে কোকেন পার্টি করা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াও হয়। ডিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যয়ন সুমন বলেন, ২০০৮ সালে দ্য লিলায় ও ওর জন্মদিনের পার্টি করে। ইন্ডাস্ট্রির পরিচিতদের দাওয়াত দিয়েছিল। বলল, রাতে নাকি কোকেন পার্টি করবে। শুনেই আমি না করে দিই। এই নিয়ে আমাদের মধ্যে অনেক কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমি বের হয়ে যাই। এটা সত্যি যে কঙ্গনা চরমভাবে মাদকাসক্ত ছিল। আরও পড়ুন- এবার কঙ্গনার বিরুদ্ধেও শুরু হচ্ছে মাদকের তদন্ত এদিকে কঙ্গনা কয়েক দিন আগেই বলিউডের শতকরা ৯৯ শতাংশ মাদকাসক্ত তবে তিনি নিজে নন দাবি করে টুইটারে লেখেন, তদন্ত হোক। আমার কল রেকর্ডস খুঁজে দেখা হোক, অনুগ্রহ করে আমার ড্রাগ টেস্ট হোক। খতিয়ে দেখা হোক কোন কোন মাদক পাচারকারীর সঙ্গে আমার কথা হয়েছে। যদি মাদকের সঙ্গে আমার কোনো রকম যোগসূত্র পাওয়া যায়, তাহলে আমি আমার সব ভুল-অপরাধ স্বীকার করব এবং চিরতরের জন্য মুম্বাই ছেড়ে যাব। সূত্র: প্রথম আলো আডি/ ১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iwn5Yb
September 14, 2020 at 07:05AM
14 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top