কলকাতা, ২৭ সেপ্টেম্বর- বাংলায় কিছুতেই যেন করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না৷ বিশেষ করে কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায়৷ রাজ্যে ফের বাড়ল দৈনিক মৃতের সংখ্যা৷ তবে সুস্থতার হার বেড়ে ৮৭.৬৭ শতাংশ৷ রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে৷ শনিবার ছিল ৫৬ জন৷ ফের একদিনে কিছুটা বাড়ল মৃতের সংখ্যা৷ তবে সব মিলিয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৪,৭৮১ জন৷ যে ৬০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৭ জন৷ উত্তর ২৪ পরগনার ৫ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ১০ জন৷ হাওড়ার ৯ জন৷ হুগলির ২ জন৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ৭ জন৷ ঝাড়গ্রাম ১ জন৷ বীরভূম ২ জন৷ নদিয়া ১ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷ আরও পড়ুন: সারদা তদন্তে চাঞ্চল্যকর মোড়, চিঠি গেল আয়কর দফতরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,১৮৫ জন৷ শনিবার ছিল ৩,১৮১ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৪৭ হাজার ৪২৫ জন৷ তবে এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা কম৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯৪৬ জন৷ শনিবার ছিল ২,৯৫৫ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ১৬ হাজার ৯২১ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৬৭ শতাংশ৷ শনিবার ছিল ৮৭.৬১ শতাংশ৷ রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা সাড়ে পঁচিশ হাজারের বেশি৷ ছাড়াল৷ তথ্য অনুযায়ী,২৫ হাজার ৭২৩ জন৷ শনিবারের তুলনায় ১৭৯ জন বেশি৷ বাংলায় একদিনে ৪৩ হাজার ৬১৮ টি টেস্ট হয়েছে৷ শনিবার ছিল ৪৩ হাজার ২৮৫ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা প্রায় একত্রিশ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৩০ লক্ষ ৯৮ হাজার ৬৫৭ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৪,৪৩০ জন৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৪ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৯২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৭ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৬৭৫ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে সূত্র : কলকাতা২৪ এন এইচ, ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30aLL1c
September 27, 2020 at 06:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top