ঢাকা, ০৭ সেপ্টেম্বর- কয়েক দফা সিদ্ধান্ত বদলের পর অবশেষে শুরু হচ্ছে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমার শ্যুটিং। এ মাসের শেষদিকে এই তুমি সেই তুমি শিরোনামে সিনেমাটির শ্যুটিং শুরু হচ্ছে। ঢাকার উত্তরায় সিনেমার প্রথম লটের শ্যুটিং শুরু হবে। চলবে টানা পাঁচ দিন। পরিচালনায় ১৪ বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। এ সিনেমার মধ্য দিয়ে চার দশক পর আবার পর্দায় জুটি হবেন সোহেল রানা ও কবরী। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা কবরী। সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে কবরী বলছিলেন, অনেক আগেই কাজ শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সব পিছিয়ে গেল। লকডাউন শিথিল হলে আমরা আবার কাজে নেমেছি। সিনেমার নায়ক-নায়িকা নতুন শিল্পী। তাদের নিয়ে আবারও রিহার্সেল করেছি আমার বাসায়। অবশেষে এ মাসের শেষের দিকে কাজ শুরু করব। এই তুমি সেই তুমি মুভিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী। সরকারি অনুদানের এ মুভিতে অভিনয়ও করবেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না। এ সিনেমার মাধ্যমে শোবিজে পা রাখেন এ সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী সোহানা সাবা ও জ্যোতিকা জ্যোতি। নতুন সিনেমাতেও নতুন দুই শিল্পীকে নিয়ে কাজ করছেন কবরী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন মুখ নিয়ে কাজ করতে ভালোবাসি। যাদের দেখতে দেখতে দর্শক আগ্রহ হারিয়ে ফেলেছে তাদের নিয়ে কাজ করতে চাই না। তাই দেশে ও কলকাতার অনেক ছেলেমেয়ের মধ্য থেকে ফাইনালি অবাক ও সালওয়াকে পছন্দ করেছি। তাদের মধ্যে শেখার আগ্রহ আছে। মন দিয়ে রিহার্সেল করেছে। সিনেমার প্রতি তাদের শতভাগ মনোযোগ আছে। একটা ভালো সিনেমার জন্য এগুলো খুব দরকার। আমি তাদের নিয়ে আশাবাদী। কবরীর দ্বিতীয় সিনেমার ক্ষেত্রে চমকজাগানিয়া খবর হলো এ সিনেমার মাধ্যমেই কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সাবিনা ইয়াসমীন ও কবরীর বন্ধুত্ব চার দশকের বেশি সময়ের। সাবিনার গাওয়া অসংখ্য গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন কবরী। এবার তার সিনেমাতেই সাবিনা ইয়াসমীন সংগীত পরিচালনার দায়িত্ব নিলেন। এর আগেও সংগীত পরিচালনার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে রাজি হননি। বন্ধু কবরীর অনুরোধ ফেলতে পারেননি। কবরী বলছিলেন, দীর্ঘ সংগীতজীবনে অনেক বরেণ্য সংগীত পরিচালকের সান্নিধ্যে গান গেয়েছে সাবিনা। গায়কী দিয়ে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এবার তার সংগীত পরিচালনায় গাইবে অন্য শিল্পীরা। একেবারেই নতুন অভিজ্ঞতা হবে। সত্যিই রোমাঞ্চকর ব্যাপার ঘটতে যাচ্ছে। গান তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। আমি তাকে কাজের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি। সব মিলিয়ে ভালোই হবে বলে মনে হচ্ছে। আরও পড়ুন-দুই যুগেও মীমাংসা হয়নি সালমান শাহ মৃত্যুর রহস্য তিনি আরও বলেন, চলচ্চিত্রের অনেক কিছু নিয়ে আমি গবেষণা করি। এই মুভি যখন করার সিদ্ধান্ত নিই, কাকে সংগীত পরিচালক হিসেবে নেব, তা নিয়ে অনেক ভেবেছি। কলকাতা ও ঢাকা দুই জায়গা থেকেই চেষ্টা করেছি। একসময় ভাবলাম, আমাদের সময়ের কাউকে নেওয়া যায় কি না। দেখলাম, তারা সবাই অসুস্থ। এরপর হঠাৎ মাথায় এলো সাবিনা এক জীবনে এত গান গেয়েছে, এত এত গুণী সংগীত পরিচালকের সান্নিধ্য পেয়েছে। তার সংগীতের মেধাও আমাকে মুগ্ধ করেছে। তাহলে কেন সাবিনা ইয়াসমীন হবে না? সে আমার ভালো বন্ধুও। তাকে আমি প্রস্তাব দিয়ে দেখি না। প্রস্তাব দিলাম। রাজি হচ্ছেই না। একটা সময় রাজি হয়েছে। যদিও গানগুলো নতুন প্রজন্মকে দিয়ে গাওয়াব। আমার গল্পের যে চাহিদা, তাতে সাবিনাই সবচেয়ে ভালো সংগীত পরিচালনা করতে পারবে। গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দারুণ ক্ষুব্ধ কবরী। নারায়ণগঞ্জের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সাংসদ ও শিল্পপতিদের অনুরোধ করব, ভুক্তভোগীদের সাহায্যে এগিয়ে আসুন। তারা সবাই মিলে যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। সেখানকার একজন সাবেক সাংসদ হিসেবে, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার অধিকার। সূত্র: দেশ রূপান্তর এমএ/ ০৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DzEjVi
September 07, 2020 at 06:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন