শিবগঞ্জের পাগলা নদীতে পোনামাছ অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর এলাকায় পাগলা নদীতে কাতলা, রুই, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বুধবার পোনামাছ অবমুক্ত করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি,জেলা মৎস্য অফিসার ড. আমিমুল এহ্সান, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ অন্যরা।
উপজেলা মৎস্য অফিসে আয়োজনে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ মৎস্য উৎপাদন বৃদ্ধির অন্যতম কার্যকর পদ্ধতি বিধায় মৎস্য অধিদপ্তর প্রতিবছর প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে থাকে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৫টি জলাশয়ে ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে কাতলা, রুই, মৃগেল মাছের পোনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৯-২০
from Chapainawabganjnews https://ift.tt/34Z4CiT
September 02, 2020 at 02:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন