মুম্বাই, ০৪ সেপ্টেম্বর- বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এরপর একাধিকবার এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি ফের তার মা হওয়ার গুঞ্জন চাউর হয়। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপাশা। তিনি বলেন, যখনই আমার ওজন একটু বাড়ে প্রতিবার তারা আমাকে অন্তঃসত্ত্বা বানিয়ে দেয়। এটি খুবই বিরক্তিকর। করণ সিং গ্রোভার বলেন, সবসময় বলি আমি অন্তঃসত্ত্বা কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না। এর আগে মা হওয়া প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিপাশা বসু বলেন, দেখা যাক। সৃষ্টিকর্তা যখন চাইবেন তখনই সব হবে। এমনকি আমাদের নিজেদের সন্তান না হলেও চলবে। আমাদের দেশে অনেক শিশু রয়েছে, আমরা তাদের দেখাশোনা করতে পারব। আমরা সৌভাগ্যবান কিন্তু অনেক শিশু রয়েছে যারা মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। দেখা যাক ভবিষ্যতে কী হয়। করণ বলেন, বিপাশা এটি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছে। আমরা ভুলে যাই যে আত্মা পৃথিবীতে আসে তার নিজস্ব একটি পরিকল্পনা ও সিদ্ধান্ত রয়েছে। আমাদের হাতে কিছু নেই। আরও পড়ুন- মাদক-কাণ্ডে বলিউড শিল্পীদের নাম বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অভিনীত ডেঞ্জারাস ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এমএ/ ০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3lZdNWW
September 04, 2020 at 08:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top