রোম, ২৪ সেপ্টেম্বর- ইতালির পর্যটন নগরী ভেনিসে সিটি কর্পোরেশনের নির্বাচনে আফাই আলী নামে এক বাংলাদেশি জয়লাভ করেছেন। ২০-২১ সেপ্টেম্বর দুদিনব্যাপী এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টম্বর এর ফল ঘোষণা করা হয়। নির্বাচনে আফাই আলী ১১০ ভোট পেয়ে কাউন্সিলর পদে জয় পেয়েছেন। তিনি বর্তমান ক্ষমতাসীন দলের শরিক দল বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেন। ইতালিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মূলধারার রাজনীতিতে এসে জয়লাভ করে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। ৩২ বছরের এই তরুণ আগামীতে ভেনিসে তার কর্মদক্ষতায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন। এ ছাড়া এ নির্বাচনে আরও দুই বাংলাদেশি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন মানোয়ার ক্লার্ক, অন্যজন হুমায়ুন আব্দুল। তারা অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারেননি। প্রবাসীরা বলছেন, এ বিজয় শুধু আফাইয়ের নয়, গোটা বাংলাদেশের। এ প্রসঙ্গে প্রার্থী মনোয়ার ক্লার্ক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাকে বিশ্বাস ও ভালোবেসে ভোট দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। এই নির্বাচনের মাধ্যমে অনেক অভিজ্ঞতা এবং অনেক মানুষকে চেনাজানা হয়েছে, ভবিষ্যতে তা কাজে দেবে। আরও পড়ুন: ইতালির ছেলে বিয়ে করলেন বাংলাদেশি মেয়েকে উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ শুরু হয় মূলত ২০১৫ সাল থেকে। আর ২০২০ সালের এই সিটি কর্পোরেশন নির্বাচনে আফাই জয়লাভ করে তাক লাগিয়ে দিলেন স্থানীয় নাগরিকদের। ভোটে জয়যুক্ত আফাই আলীর দেশের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর। ফল ঘোষণা আসার পর প্রবাসী বাংলাদেশিরা বিজয়ী আফাইকে শুভেচ্ছা জানান। এম এন / ২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FNHaeF
September 24, 2020 at 10:09AM
24 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top