ঢাকা, ১৭ সেপ্টেম্বর- রাজধানীর উত্তরায় নোঙর শুটিং হাউজে শুরু হয়েছে চার পর্বের ধারাবাহিক নাটক মাইন্ড গেম-এর শুটিং। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ নাটকের ক্যামেরা ওপেন হলো। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করছেন সঞ্জয় বড়ুয়া। এখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জেএস হিমি ও সুজন হাবিব। তিনজনকে চমৎকার তিনটি চরিত্রে দেখা যাবে বলেন জানিয়েছেন নির্মাতা। এর গল্পে দেখা যাবে- করোনামহামারীর প্রভাবে হুট করে চাকরি চলে যাবার পর একজন মানুষের মনস্তাত্বিক যে সকল পরিবর্তন ঘটে এবং এর প্রভাব যে কতটা গুরুতর হয় তারই চিত্র। নাটকের গল্প সম্পর্কে জানতে চাইলে নিলয় আলমগীর বলেন, গল্পটি থ্রিলার টাইপ গল্প এখানে। মজার বিষয় হচ্ছে আমি এই নাটকের হিরো কিন্তু আমার কোন গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড আছে ভিলেনের। সুজন হাবিব বলেন, দর্শকের কাছে উপভোগ্য হবে এমন একটি গল্প রয়েছে নাটকটিতে। থ্রিলার আছে, রোমান্স আছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকপ্রিয় হবে। আরও পড়ুন- তারিক আনাম খানকে ছেড়ে সজলের কাছে নাদিয়া পরিচালক সঞ্জয় বড়ুয়া জানিয়েছেন, ধারাবাহিক নাটক মাইন্ড গেম নাগরিক টিভিতে প্রচারিত হবে শিগগিরই। এমএ/ ১৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hEuinY
September 17, 2020 at 01:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন